Advertisement
E-Paper

‘অটলবিহারী বাজপেয়ীর নাম জোড়া হোক সদ্ভাবনা পার্কের সঙ্গে’, দিল্লির বিজেপি সাংসদ খান্ডেলওয়ালের দাবি

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে সদ্ভাবনা পার্কের নামকরণের দাবিতে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে চিঠি দিলেন চাঁদনি চকের বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ২০:৪৪
Praveen Khandelwal, BJP MP from Chandni Chowk has written to the Lieutenant Governor of Delhi proposing that Sadbhavna Park be renamed as Atal Sadbhavna Park

(বাঁ দিকে) অটলবিহারী বাজপেয়ী এবং প্রবীণ খান্ডেলওয়াল (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মাস দেড়েক আগে দিল্লির নাম বদলে ‘ইন্দ্রপ্রস্থ’ করার দাবি তুলেছিলেন তিনি। এ বার দিল্লির দরিয়াগঞ্জের সদ্ভাবনা পার্কের নাম বদলের দাবি তুললেন চাঁদনি চকের বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনাকে লেখা চিঠিতে তাঁর আর্জি, ‘‘প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্ম শতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য পুনর্নির্মিত সদ্ভাবনা পার্কের নাম বদলে ‘অটল সদ্ভাবনা পার্ক’ রাখা হোক।

চলতি বছরের জুন মাসে দিল্লির মুখ্যমন্ত্রী বিজেপি রেখা গুপ্ত এবং লেফটেন্যান্ট গভর্নর সাক্সেনা মঙ্গলবার লাল কেল্লার অদূরে পুনর্নির্মিত সদ্ভাবনা পার্কের উদ্বোধন করেছিলেন। দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ (ডিডিএ) নির্মিত ওই পার্কটির প্রধান বৈশিষ্ট্য, ফ্রান্সের অ্যাপোলোর ঝরনা দ্বারা অনুপ্রাণিত একটি রথ ঝরনা। ১১ একরের এই পার্কটি রাজঘাট থেকে শুরু করে রিং রোডের ১.৭ কিলোমিটার দীর্ঘ অংশ জুড়ে বিস্তৃত।

চলতি বছরের জানুয়ারি মাসে দিল্লির তৎকালীন আম আদমি পার্টি (আপ) সরকারের জমানায় পার্কটির উদ্বোধন হয়েছিল। এর পর ফেব্রুয়ারির বিধানসভা ভোটে ক্ষমতা বদলের পর বিজেপি সরকার সেটির সংস্কার করে। বিজেপি সাংসদ খান্ডেলওয়াল সেই পার্কে এ বার বাজপেয়ীয় একটি মূর্তি স্থাপনেরও দাবি তুলেছেন। প্রসঙ্গত, গত নভেম্বরে মুখ্যমন্ত্রী রেখা এবং লেফটেন্যান্ট গভর্নর সাক্সেনাকে চিঠি লিখে রাজধানীতে পঞ্চপাণ্ডবের মূর্তি স্থাপন করার আর্জি জানিয়েছিলেন চাঁদনি চকের বিজেপি সাংসদ।

BJP MP Praveen Khandelwal Atal Bihari Vajpayee Chandni Chowk Lieutenant Governor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy