Advertisement
১৯ মে ২০২৪
National news

পঞ্জাব, গোয়ায় ভোট হল আজ, শুরু মোদীর নোট বাতিলের পরীক্ষাও

নোট বাতিল পরবর্তী পর্যায়ের অন্যতম বড় পরীক্ষা শুরু হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের প্রথম পর্যায়ে শনিবার গোয়া এবং পঞ্জাবে শুরু হয়েছে বিধানসভা ভোট।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৪৯
Share: Save:

নোট বাতিল পরবর্তী পর্যায়ের অন্যতম বড় পরীক্ষা শুরু হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের প্রথম পর্যায়ে শনিবার গোয়া এবং পঞ্জাবে শুরু হয়েছে বিধানসভা ভোট।

গোয়ার ৪০টি ও পঞ্জাবের ১১৭টি আসনে এক দফাতেই ভোটের নির্ঘণ্ট তৈরি করেছে নির্বাচন কমিশন। গোয়ায় ৭টা এবং পঞ্জাবে সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। বিকেল পাঁচটা পর্যন্ত গোয়াতে ৮৩ শতাংশ এবং পঞ্জাবে ৭০ শতাংশ ভোট পড়েছে। পঞ্জাব এবং গোয়া এই দুই রাজ্যেই বিজেপি ক্ষমতায় রয়েছে। এর মধ্যে পঞ্জাবে অকালি দলের সঙ্গে জোট রয়েছে বিজেপির। প্রাক নির্বাচনী সমীক্ষায় গোয়ায় শাসক দল এগিয়ে থাকলেও পঞ্জাবে ক্ষমতা বদলানোর সম্ভাবনা প্রবল।

এ দিন সকাল সাড়ে ৮টা নাগাদ গোয়ার পানাজিতে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর ভোট দিয়েছেন। সকালে ভোট শুরুর আগে টুইট করে প্রধানমন্ত্রী এই দুই রাজ্যের সকলকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

নভেম্বরে নোট বাতিলের পর বিরোধীদের লাগাতার আক্রমণে খানিকটা ব্যাকফুটে কেন্দ্র। বিজেপির পক্ষ থেকেও আক্রমণের অভিমুখ ঘোরানোর আপ্রাণ চেষ্টা চালানো হয়েছে। রাজনৈতিক মহলের মতে, নোট কাণ্ডকে জনগণ কী ভাবে দেখছেন তারই প্রমাণ পাওয়া যাবে এই পরীক্ষায়।

পঞ্জাব এবং গোয়ার পর ভোট হবে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং মণিপুরে।

আরও পড়ুন: চুরি করবে না তো কী করবে? মাসে ১৫০ টাকায় কী হয়? প্রশ্ন মমতার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Assembly election election Punjab Goa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE