Advertisement
E-Paper

পাইথনকে ধরতে না পেরে গুলি করে কুপিয়ে মারল রক্ষীরা

শোনা গিয়েছিল, টাউনশিপের এক বাংলোর কাছে পাইথন বেরিয়েছে। খোঁজখবর নিয়ে তা উদ্ধারে যান এক বণ্যপ্রাণী সংরক্ষণকারী। কিন্তু, সেখানে গিয়ে তিনি যা দেখলেন তাতে চোখ কপালে ওঠার জোগাড়!

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ১৩:৪১
ইন্ডিয়ান রক পাইথন। প্রতীকী ছবি।

ইন্ডিয়ান রক পাইথন। প্রতীকী ছবি।

শোনা গিয়েছিল, টাউনশিপের এক বাংলোর কাছে পাইথন বেরিয়েছে। খোঁজখবর নিয়ে তা উদ্ধারে যান এক বণ্যপ্রাণী সংরক্ষণকারী। কিন্তু, সেখানে গিয়ে তিনি যা দেখলেন তাতে চোখ কপালে ওঠার জোগাড়!

বিরাট বড় হওয়ায় ওই পাইথনটিকে ধরতে পারেননি টাউনশিপের রক্ষীরা। তাই সেটিকে গুলি করে মেরেছেন তাঁরা। এখানেই শেষ নয়। কুড়ুল দিয়ে পাইথনটিকে টুকরো টুকরো করে পুড়িয়ে দেওয়া হয়েছে। তার পর টাউনশিপের ভলিবল মাঠের কাছেই পুঁতে দেওয়া হয়েছে। গোটা ঘটনাটাই ভিডিও তুলে রেখেছেন ওই রক্ষীরা।

ঘটনার কথা জানিয়ে বন দফতরের দ্বারস্থ হয়েছেন ওই বণ্যপ্রাণী সংরক্ষণকারী নীলেশ গার্দে। গত শনিবার ওই টাউনশিপের পৌঁছন বণ্যপ্রাণী দফতরের আধিকারিকেরা। সেখানে গিয়ে মাটি খুঁড়ে ওই পাইথনের পচাগলা দেহ উদ্ধার করেন তাঁরা। নীলেশের অভিযোগের ভিত্তিতে সেখানকার নিরাপত্তারক্ষীদের ইনচার্জ কবীর সুবেদার-সহ দ্বানেশ্বর তোডমল, কে পি রামচন্দ্র, চন্দন রামচেরি ও শানদার যাদব নামে চার রক্ষীকে আটক করা হয়েছে। বণ্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দফতর। দফতরের আধিকারিকেরা জানিয়েছেন, শীঘ্রই তাঁদের গ্রেফতার করা হবে।

আরও পড়ুন

দুর্নীতিতে ভরা দল! কথা না শোনায় নেতাকেই চড় কষালেন মহিলা কর্মী

বার্মিজ পাইথন। ইন্ডিয়ান রক পাইথন ছাডা এ দেশে দেখা যায় এই পাইথন। প্রতীকী ছবি।

ঘটনার কথা জানাতে গিয়ে নীলেশ বলেন, “মহারাষ্ট্রের মুলসি এলাকায় অ্যাম্বি ভ্যালির অভিজাত টাউনশিপে ওই ঘটনা ঘটেছে। খুব সম্ভবত গত ২৮ মার্চ ওই পাইথনটিকে মারা হয়। তার ভিডিও এসেছে আমার কাছে। পাইথনটিকে বাংলোর কাছে দেখে দমকলে খবর পাঠান সেখানকার রক্ষীরা।” নীলেশের দাবি, দমকলকর্মীদের সামনেই পাইথনটিকে গুলি করেন রক্ষীরা। সেখানেই কুড়ুল দিয়ে কোপানো হয় সেটিকে। পাইথনটি খুব বড় আকারের হওয়ায় এই কাণ্ড করেছেন তাঁরা।

বন দফতরের এক শীর্ষ কর্তা মহেশ ভাওসার বলেন, “যে সব অস্ত্র দিয়ে ওই পাইথনটিকে মারা হয়েছে সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। পাইথনের ময়নাতদন্ত করা হবে। ওই পাঁচ জনকে খুব তাড়াতাড়িই গ্রেফতার করা হবে।”

Python Gunned Gown Chopped With An Axe Pune Big Python
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy