Advertisement
E-Paper

রাফাল বিতর্কের আঁচ পড়েনি, দাবি বায়ুসেনার

রাফাল নিয়ে রাজনৈতিক চাপানউতোর চললেও তার জেরে বায়ুসেনার ভাবমূর্তিতে কোনও আঁচ পড়েনি বলে মনে করেন ইস্টার্ন এয়ার কম্যান্ডের এওসি রঘুনাথ নাম্বিয়ার। 

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ০৩:১৮
রঘুনাথ নাম্বিয়ার

রঘুনাথ নাম্বিয়ার

রাফাল নিয়ে রাজনৈতিক চাপানউতোর চললেও তার জেরে বায়ুসেনার ভাবমূর্তিতে কোনও আঁচ পড়েনি বলে মনে করেন ইস্টার্ন এয়ার কম্যান্ডের এওসি রঘুনাথ নাম্বিয়ার।

শান্তিকালীন সময়ে বায়ুসেনার সর্বোচ্চ সম্মান পেতে চলেছে গুয়াহাটিতে মোতায়েন ১১৮ নম্বর হেলিকপ্টার ইউনিট। আজ সেই ঘোষণা করতেই গুয়াহাটি আসেন নাম্বিয়ার।

বায়ুসেনার ভাবমূর্তিতে রাফাল বিতর্কের প্রভাব নিয়ে প্রশ্নের মুখে পড়েন নাম্বিয়ার। তিনি বলেন, “ভারতে সামরিক বাহিনীর ভাবমূর্তি পবিত্র। আমি নিজে ১৭ বছর বয়সে বায়ুসেনায় যোগ দিয়েছি। আমার বাবা বায়ুসেনায় ক্যানবেরা বিমান চালাতেন। ভারতবাসী জানে বায়ুসেনা দেশ ও জনতার বিশ্বাস কখনও নষ্ট করবে না।”

নাম্বিয়ার জানান, উত্তর-পূর্ব ভারত বায়ুসেনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঁচটি দেশের সীমান্তে থাকা উত্তর-পূর্বকে নিরাপদে রাখতে মোতায়েন করা হয়েছে ব্রহ্মস ও আকাশ ক্ষেপণাস্ত্র। সতর্ক রাখা হয়েছে সুখোই যুদ্ধবিমানের স্কোয়াড্রনকেও। আপাতত উত্তর-পূর্বে বিদেশি আগ্রাসনের আশঙ্কা তেমন নেই বলেও মন্তব্য করেছেন নাম্বিয়ার।

Rafale Deal Air Force Raghunath Nambiar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy