Advertisement
১৭ মে ২০২৪

ইভিএম নিয়ে সুপ্রিম কোর্টেও যেতে তৈরি

রাহুল গাঁধী-সহ বিরোধী দলগুলির নেতারা ইভিএম সংক্রান্ত দাবি নিয়ে সোমবার নির্বাচন কমিশনের কাছে যাচ্ছেন।

ইভিএম সংক্রান্ত দাবি নিয়ে সোমবার নির্বাচন কমিশনের কাছে যাচ্ছেন রাহুলরা। —ফাইল চিত্র।

ইভিএম সংক্রান্ত দাবি নিয়ে সোমবার নির্বাচন কমিশনের কাছে যাচ্ছেন রাহুলরা। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:০৭
Share: Save:

রাহুল গাঁধী-সহ বিরোধী দলগুলির নেতারা ইভিএম সংক্রান্ত দাবি নিয়ে সোমবার নির্বাচন কমিশনের কাছে যাচ্ছেন। তবে কমিশনের কাছ থেকে খালি হাতে ফিরতে হলে তারপরের ধাপ হিসাবে সুপ্রিম কোর্টের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল গাঁধীরা। পাশাপাশি, সংসদ অধিবেশনের চলতি অধিবেশনের কৌশল হিসেবে তিন তালাক, নাগরিকত্ব সংশোধনী-সহ বেশ কিছু বিতর্কিত বিলকে রাজ্যসভায় পাশ করতে দেওয়া হবে না বলে স্থির করেছেন বিরোধীরা।

রাজনৈতিক সূত্রের খবর, মূলত তিনটি দাবি নিয়ে গত কাল নয়াদিল্লির বৈঠকে সহমত হয়েছে একুশটি বিরোধী দল। প্রথমটি হল, গণনার সময় অন্তত ৫০% ভোট ভিভিপ্যাটের সঙ্গে মেলাতে হবে। দ্বিতীয়টি, কোনও কেন্দ্রে জয় পরাজয়ের মধ্যে ৫ শতাংশ ফারাক হলে ১০০ শতাং‌শ ভোট ভিভিপ্যাটের সঙ্গে মেলাতে হবে। তিন, ইভিএম এবং ভিভিপ্যাটের মধ্যে পার্থক্য হলে ভিভিপ্যাটের হিসেবকেই মান্যতা দিতে হবে।

গত কাল কনস্টিটিউশন ক্লাবের বৈঠকে স্থির হয়েছে, বিরোধী রাজনৈতিক দলগুলির পরবর্তী বৈঠক হবে দিল্লিতেই। চলতি মাসের শেষ সপ্তাহে। এর পরে হবে সর্বদলীয় সমাবেশও। তার প্রথমটি হবে চন্দ্রবাবু নায়ডুর গড় অমরাবতীতে। যে কয়েকটি বিষয়কে সামনে রেখে প্রচার করবেন বিরোধীরা সেগুলি হল ইভিএম, কর্মসংস্থানের অভাব, কৃষি সঙ্কট এবং কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Gandhi Supreme Court EVM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE