Advertisement
১৬ এপ্রিল ২০২৪

স্লোগান: ‘চৌকিদার চোর ছে’

গুজরাতের ভালসাদের জনসভায় রাফাল প্রসঙ্গ টেনে রাহুল এ দিন দাবি করেন, মোদীকে নিয়ে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান এখন ফ্রান্সেও জনপ্রিয়।

গুজরাতে রাহুল গাঁধী। ছবি: পিটিআই।

গুজরাতে রাহুল গাঁধী। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
ভালসাদ শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ০২:০১
Share: Save:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে গিয়ে নাম না করে তাঁকেই ‘চোর’ বলে এলেন রাহুল গাঁধী। গুজরাতের ভালসাদের জনসভায় রাফাল প্রসঙ্গ টেনে রাহুল এ দিন দাবি করেন, মোদীকে নিয়ে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান এখন ফ্রান্সেও জনপ্রিয়।

এমনকি সে দেশের প্রাক্তন প্রেসিডেন্টও (ফ্রাঁসোয়া ওলাঁদ) এ কথাই বলছেন। তাঁর তোলা ‘চৌকিদার’ স্লোগান গুজরাতের সাধারণ মানুষের মুখে মুখে পৌঁছে গিয়েছে কি না, এ দিন তা-ও পরীক্ষা করে দেখেন রাহুল। ভালসাদ জেলার ধরমপুরের জনসভায় বক্তৃতা দিতে দিতে রাহুল আজ শুধু ‘চৌকিদার..’ বলেই থেমে যান। সঙ্গে সঙ্গে শ্রোতারা স্লোগান তোলেন, ‘‘চোর হ্যায়’’। রাহুল বলেন, ‘‘চোর হ্যায় গুজরাতিতে বলুন!’’

জনতা আওয়াজ তোলে, ‘‘চোর ছে! চোর ছে!’’ রাহুল বলেন, ‘‘অনিল অম্বানীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩০ হাজার কোটি টাকা দিয়েছেন মোদী। তবে কংগ্রেস টাকা দেবে সরাসরি গরিব মানুষের অ্যাকাউন্টে।’’ রাহুল যেখানে সভা করছিলেন, সেখানে জনজাতি মানুষের বসবাস। কৃষি-ঋণ মকুবে মোদীর অনীহার অভিযোগ আনেন রাহুল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Gandhi Gujarat Congress Gujarat Rafale
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE