পূর্ব লাদাখ সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের পদক্ষেপের ফের সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। তাঁর মতে, চিনের উপর মানসিক চাপ তৈরি করার প্রয়োজন ছিল। ভারতের যে শক্তিসামর্থ আছে, সেটা চিনকে বোঝানোর দরকার ছিল। তা না করে দুর্বলতাই প্রকাশ করা হয়েছে।
লাদাখ সমস্যায় মোদী সরকারের পদক্ষেপের সমালোচনা করে এই নিয়ে তৃতীয় ভিডিয়ো প্রকাশ করলেন রাহুল। বৃহস্পতিবার।
ওই ভিডিয়োয় রাহুল বলেছেন, ‘‘চিনের উপর মানসিক চাপ তৈরি করার দরকার ছিল। ভারতের যে পর্যাপ্ত শক্তি আছে সেটা বোঝানোর প্রয়োজন ছিল। এটা বোঝাতে পারলেই চিনকে সঙ্গে নিয়ে চলা যায়। আর যদি দুর্বলতা প্রকাশ পায়, তা হলে চিন মাথায় চড়ে বসে। এটা ঠিক, চিনের সঙ্গে আমাদের সীমান্ত বিরোধ আছে। সেটা মেটাতে হবে। তবে আমাদের পদক্ষেপও শুধরোতে হবে। বদলাতে হবে। চিন সম্পর্কে আমাদের ধারণা বদলাতে হবে।’’