E-Paper

গণতন্ত্রে আঘাত দেশের বৃহত্তম বিপদ: রাহুল

ডোনাল্ড ট্রাম্পের ‘মেরুকরণের’ রাজনীতিকেও কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা। রাহুলের মতে, এই মেরুকরণের রাজনীতি সমর্থন পাচ্ছে বেকারত্বের কারণে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ০৭:১১
গান্ধী জয়ন্তীতে এই ছবিটি সমাজমাধ্যমে দেন রাহুল। ছবি ফেসবুক থেকে।

গান্ধী জয়ন্তীতে এই ছবিটি সমাজমাধ্যমে দেন রাহুল। ছবি ফেসবুক থেকে। ছবি: ফেসবুক থেকে।

বিদেশের মাটিতে ফের নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কলম্বিয়ার ইআইএ বিশ্ববিদ্যালয়ের একটি সভায় তিনি বললেন, ‘গণতন্ত্রের উপরে আক্রমণই সব চেয়ে বড় বিপদ’। ওই সভা থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও নিশানা করলেন রাহুল। তিনি বললেন, ‘বেকারত্বের কারণেই’ ট্রাম্পের ‘মেরুকরণের রাজনীতি’ সমর্থন পাচ্ছে।

ইআইএ বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের একটি সভায় রাহুল গান্ধী দেশের নানা বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন। সেখানেই রাহুল বলেন, “ভারতে নানা ধরনের ধর্ম, সংস্কৃতি, ভাষা রয়েছে। গণতান্ত্রিক পরিকাঠামোয় এই সব কিছুর জন্যই যথেষ্ট জায়গা রয়েছে। কিন্তু বর্তমানে সব দিক থেকে আক্রমণের শিকার হচ্ছে এই গণতন্ত্র।” সামগ্রিক ভাবে বিশ্বে ভারতের ভূমিকা এবং বাড়তে থাকা গুরুত্ব প্রসঙ্গে রাহুল বলেন, “১৪০ কোটি জনসংখ্যার এই দেশের বিরাট সম্ভাবনা রয়েছে। তবে চিনের থেকে একেবারে অন্য রকম ভাবে ভারতের অর্থনীতি চলে।” রাহুল মতে, ভারতের “কাঠামোতেই ফাটল ধরেছে। এর ফলে বেশ কিছু ঝুঁকি রয়ে যাচ্ছে। যার মধ্যে সবচেয়ে বড় ঝুঁকি হল ভারতের গণতন্ত্রের উপরে আক্রমণ। বিভিন্ন ধরনের মানুষজনের মধ্যে আদান-প্রদানের দ্বারাই ভারতের কাঠামো তৈরি। নানা ধরনের সংস্কৃতি, ভাষা, ধর্ম, ভাবনাকে জায়গা দেওয়া জরুরি। আর, একমাত্র গণতন্ত্র এমন জায়গা তৈরি করতে পারে”। রাহুলের মতে, চিনের মতো করে ভারতের মানুষজনকে দমিয়ে রেখে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালানো সম্ভব নয়।

ডোনাল্ড ট্রাম্পের ‘মেরুকরণের’ রাজনীতিকেও কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা। রাহুলের মতে, এই মেরুকরণের রাজনীতি সমর্থন পাচ্ছে বেকারত্বের কারণে। তবে এই প্রথম নয়। ২০১৭ সালে নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল বলেছিলেন, মোদী-ট্রাম্পের মতো রাষ্ট্রনেতারা নির্বাচনে জিততে পারছেন কারণ বেকারত্ব গ্রাস করছে মানুষজনকে। এ দিন কলম্বিয়ায় রাহুল ফের বলেন, ‘উৎপাদন ক্ষেত্রে যাঁরা কাজ হারিয়েছেন, তাঁরাই ট্রাম্পের মেরুকরণের প্রচারের সবচেয়েবড় সমর্থক।’

রাহুল গান্ধীর এই মন্তব্যকে অবশ্য কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির মুখপাত্র শেহজ়াদ পুণাওয়ালা বলেন, “আবারও রাহুল গান্ধী উদ্দেশ্যপ্রণোদিত প্রচার চালানো নেতার মতো আচরণ করছেন। উনি বিদেশে গিয়ে ভারতের গণতন্ত্রকে আক্রমণ করছেন!”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Rahul Gandhi Congress BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy