মনরেগা তুলে দিয়ে মোদী সরকার বিকশিত ভারত-জি রাম জি আইন চালু করে বিজেপি শাসিত রাজ্যগুলিকে বেশি অর্থ বরাদ্দ করবে বলে রাহুল গান্ধী অভিযোগ তুললেন।
বিরোধীদের প্রশ্নের মুখে বিজেপির নতুন সভাপতি নিতিন নবীন দলের নেতাদের জি রাম জি আইন নিয়ে প্রচারে নামতে বলেছেন। মোদী সরকারও প্রচারে নেমেছে। পাল্টা চাপ দিতে আজ রাহুল দিল্লিতে কংগ্রেসের মনরেগা সংক্রান্ত সম্মেলনে অভিযোগ তুলেছেন, মোদী সরকার বিকশিত ভারত-জি রাম জি আইন এনে শ্রমিকদের সঙ্গে অন্যায় করছে। এই আইনে কেন্দ্র ঠিক করবে, কোন রাজ্যের কোন পঞ্চায়েত কতটা কাজ করবে। ফলে বিজেপি শাসিত রাজ্যগুলিই অর্থ, কাজের বরাদ্দের ক্ষেত্রে প্রাধান্য পাবে।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে আবার নরেন্দ্র মোদীর নিজেকে ‘চাওয়ালা’ বলে দাবি নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ‘‘উনি ভোট পাওয়ার জন্য নিজেকে চাওয়ালা বলেন। উনি কি কখনও চা বানিয়েছেন?’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)