Advertisement
E-Paper

ফের মোদীকে বিঁধলেন রাহুল

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অনাদায়ী ঋণ ও ঋণ মকুবের প্রশ্ন নিয়ে অরুণ জেটলির সঙ্গে তরজায় জড়ালেন রাহুল গাঁধী। রবিবার জেটলি দাবি করেন, ২০১৪-য় তাঁরা উত্তরাধিকার সূত্রে বিরাট অঙ্কের অনাদায়ী ঋণের বোঝা পেয়েছেন। কী ভাবে জটিলতা কাটছে, তারও হিসেব হাজির করেন অর্থমন্ত্রী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৮ ০৩:৪৩

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অনাদায়ী ঋণ ও ঋণ মকুবের প্রশ্ন নিয়ে অরুণ জেটলির সঙ্গে তরজায় জড়ালেন রাহুল গাঁধী। রবিবার জেটলি দাবি করেন, ২০১৪-য় তাঁরা উত্তরাধিকার সূত্রে বিরাট অঙ্কের অনাদায়ী ঋণের বোঝা পেয়েছেন। কী ভাবে জটিলতা কাটছে, তারও হিসেব হাজির করেন অর্থমন্ত্রী।

এর পরে সোমবারই রাহুলের টুইট, ‘‘মোদীর ভারত- সাধারণ মানুষের জন্য: নোটবন্দির পরে লাইনে দাঁড়ান। টাকা জমা দিন ব্যাঙ্কে। ব্যাঙ্কের সব তথ্য আধারে দিয়েও নিজের টাকা নিজেরা ব্যবহার করতে পারবেন না। আর প্রাণের বন্ধু শিল্পপতিদের জন্য: নোটবন্দি কালো টাকা সাদা করার ব্যবস্থা। আমজনতার টাকা থেকেই এঁদের ৩.১৬ লক্ষ কোটি টাকা মকুব।’’

Rahul Gandhi Narendra Modi Congress BJP রাহুল গাঁধী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy