Advertisement
০৬ মে ২০২৪
Railways

রাজধানী, দুরন্ততে এ বার মহিলাদের জন্য সংরক্ষণ, ঘোষণা রেলের

বছরের শেষ বেলায় মহিলা যাত্রীদের জন্য সুখবর নিয়ে এল ভারতীয় রেল। দূরপাল্লার ট্রেনে মহিলা যাত্রীদের যাতায়াত সুগম করতে রাজধানী, দুরন্ত-সহ সম্পূর্ণ বাতানুকূল ট্রেনগুলির থ্রি এসি কামরায় মহিলাদের জন্য এল আসন সংরক্ষণের ব্যবস্থা। মহিলা যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল।

মহিলাদের জন্য খুশির খবর নিয়ে এল ভারতীয় রেল। গ্রাফিক্স: তিয়াসা দাস

মহিলাদের জন্য খুশির খবর নিয়ে এল ভারতীয় রেল। গ্রাফিক্স: তিয়াসা দাস

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮ ১১:৫৭
Share: Save:

বছরের শেষ বেলায় মহিলা যাত্রীদের জন্য সুখবর নিয়ে এল ভারতীয় রেল। দূরপাল্লার ট্রেনে মহিলা যাত্রীদের যাতায়াত সুগম করতে রাজধানী, দুরন্ত-সহ সম্পূর্ণ বাতানুকূল ট্রেনগুলির থ্রি এসি কামরায় মহিলাদের জন্য এল আসন সংরক্ষণের ব্যবস্থা। মহিলা যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল।

যে কোনও বয়সী মহিলারাই সুবিধা পাবেন এই সংরক্ষণের। শুধু মাত্র একা সফর করা মহিলারাই নন, সফরকারী দলের মহিলা সদস্যরাও এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে রেল মন্ত্রকের বিবৃতিতে।

বর্তমানে যে কোনও মেল বা এক্সপ্রেস ট্রেনের স্লিপার ক্লাসে মহিলাদের জন্য ৬টি করে আসন সংরক্ষিত থাকে। এ ছাড়া সমস্ত দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনে ‘কম্বাইন্ড ক্যাটিগরি’ বা ‘বিশেষ সংরক্ষণ’-এর আওতায় স্লিপার ক্লাসের প্রতি কোচের ছ’টি করে লোয়ার বার্থ বরাদ্দ থাকে। এসি টু ও এসি থ্রি ক্লাসের প্রতিটি কোচে সংরক্ষিত থাকে তিনটি করে লোয়ার বার্থ৷

আরও পড়ুন: যোগীর বাড়িতে নিহত ইনস্পেক্টরের পরিবার, মূল অভিযুক্ত যোগেশকে আত্মসমর্পণের নির্দেশ বজরং দলের

এতদিন এই ‘বিশেষ সংরক্ষণ’ বা ‘কম্বাইন্ড’ ক্যাটিগরির আওতায় পড়তেন শুধুমাত্র প্রবীণ নাগরিক, ৪৫ বছর ও তার বেশি বয়সের মহিলা যাত্রী ও গর্ভবতী যাত্রীরা৷ রাজধানী ও দুরন্ত এক্সপ্রেসে চারটি লোয়ার বার্থ সংরক্ষিত থাকত ‘কম্বাইন্ড’ ক্যাটেগরিতে৷ তবে, এখন থেকে সেই ‘কম্বাইন্ড’ ক্যাটিগরির সঙ্গে নয়া সংরক্ষণের আওতায় পড়বেন মহিলা যাত্রীরা৷

আরও পড়ুন: পুলিশ নয়, গোহত্যা নিয়েই এখন চিন্তা বেশি যোগীর!

আপাতত বাতানুকূল দূরপাল্লার মেল বা এক্সপ্রেস ট্রেনে সংরক্ষণের সুবিধা পাওয়া গেলেও ধাপে ধাপে এই সুবিধা সাধারণ সংরক্ষিত ট্রেনেও চালু করা হবে বলে মন্ত্রক সূত্রে জানানো হয়েছে৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Railways Indian Railways Reservation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE