রাজস্থানে শিথিল হচ্ছে পঞ্চায়েত এবং পুর ভোটে প্রার্থী হওয়ার নিয়ম। বর্তমানে দুইয়ের বেশি সন্তান থাকলে রাজস্থানে পঞ্চায়েত এবং পুর ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা যায় না। সেই বিধি এ বার পরিবর্তন করতে চলেছে রাজস্থান সরকার। রাজস্থানের পঞ্চায়েতি রাজ আইন এবং পুরসভা আইন সংশোধন করতে উদ্যোগী হয়েছে তারা। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, প্রার্থীর সন্তান সংখ্যা বিষয়ক কড়াকড়ি দূর করতেই এই সংশোধন করা হচ্ছে।
বিজেপিশাসিত রাজস্থান সরকারের এক আধিকারিক পিটিআইকে জানান, ওই বিলের খসড়া ইতিমধ্যে সে রাজ্যের আইন দফতরে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন মিললে প্রস্তাবিত ওই বিলটি রাজস্থানের মন্ত্রিসভায় পাঠানো হবে। বর্তমান নিয়ম অনুসারে, ১৯৯৫ সালের ২৭ নভেম্বরের হিসাবে যাঁদের তিন বা তার বেশি সন্তান রয়েছে, তাঁরা রাজস্থানে পঞ্চায়েত বা পুর ভোটে লড়তে পারেন না। ওই নিয়মই বদলাতে উদ্যোগী হয়েছে রাজস্থান সরকার।
আরও পড়ুন:
১৯৯৪ সালে অন্ধ্রপ্রদেশের বিধানসভাতেও দু’সন্তান বিষয়ক বিল পাশ হয়েছিল। তার পর থেকে দুইয়ের অধিক সন্তান থাকলে কেউ সে রাজ্যে পুরসভা বা পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন না। জনসংখ্যার উপর নিয়ন্ত্রণ আনতেই এই সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন সরকার। তবে গত বছরের শেষের দিকে চন্দ্রবাবু নায়ডুর নেতৃত্বাধীন টিডিপি সরকার অন্ধ্রপ্রদেশের তিন দশকের সেই আইন বদলে ফেলে। এখন দুইয়ের বেশি সন্তান থাকলেও সেখানে স্থানীয় নির্বাচনে লড়তে পারেন প্রার্থীরা। এ বার সেই একই নিয়ম কার্যকর করার পথে এগোচ্ছে রাজস্থানও।