দেশের নতুন প্রতিরক্ষা সচিব হলেন রাজেশকুমার সিংহ। তিনি গিরিধর আরমানের স্থলাভিষিক্ত হলেন। আজ সাউথ ব্লকে গিয়ে নতুন এই দায়িত্বভার গ্রহণ করেছেন রাজেশ। গত ২০ অগস্ট থেকে তিনি অফিসার অন স্পেশালডিউটি (প্রতিরক্ষা সচিব-পদমর্যাদা) ছিলেন। নতুন দায়িত্ব নেওয়ার আগে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে গিয়ে নিহত জওয়ানদের প্রতি তিনি শ্রদ্ধা জানিয়েছেন।
১৯৮৯-এর ব্যাচের কেরল ক্যাডারের আইএএস রাজেশকুমার। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে গিয়ে শ্রদ্ধা জানানোর পরে তিনি বলেন, ‘‘মাতৃভূমির সেবায় আত্মত্যাগকারী বীর সেনাদের কাছে দেশ চিরঋণী হয়ে থাকবে। তাঁদের অসাধারণ সাহসিকতা এবং আত্মত্যাগ ভারতকে একটি নিরাপদ ও সমৃদ্ধ দেশে পরিণত করেছে। তাঁদের বীরগাথাএবং ত্যাগ আমাদের শক্তি ও অনুপ্রেরণার উৎস।’’
গত কাল অবসর নিয়েছেন সদ্য বিদায়ী প্রতিরক্ষা সচিব গিরিধর আরমান। আজ তাঁর জায়গায় দায়িত্ব নিলেন রাজেশ। এর আগে তিনি কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকেরশিল্পোন্নয়ন এবং অভ্যন্তরীণ বাণিজ্য বিভাগের সচিবের দায়িত্ব সামলেছেন। ছিলেন পশুপালন এবং ডেয়ারি মন্ত্রকের সচিবও। কেন্দ্রীয়নগরোন্নয়ন মন্ত্রকের অধীনস্থ নগর পরিবহণ বিভাগের অধিকর্তাওছিলেন রাজেশ।
কেরল ক্যাডারের এই আইএএস একটা বড় সময়কেরলের প্রশাসনেও কাজ করেছেন। সেই সময়ে ওই দক্ষিণী রাজ্যের অর্থ ও নগরোন্নয়ন দফতরের সচিবওছিলেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)