সাত বছরের এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে উত্তেজনা ছড়াল হাওড়ার বাঁকড়ায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁকড়ার রাজীব পল্লী এলাকায় সাত বছরের এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে ওঠে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় প্রতিবেশীরা ওই ব্যক্তিকে আটক করে বাঁকড়া ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেন।
হাওড়া সিটি পুলিশের এক কর্তা বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ধৃতকে হাওড়া জেলা আদালতে পেশ করা হবে।