Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রাজনাথের মন্ত্রকে আসছেন নয়া সচিব

মনোহর পর্রীকর গোয়ার মুখ্যমন্ত্রী হওয়ার পরে অর্থমন্ত্রী অরুণ জেটলি এখন প্রতিরক্ষা মন্ত্রকের ভার সামলাচ্ছেন। জিএসটি-র শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যেও তাঁকে প্রতিরক্ষা মন্ত্রকের কাজে ছুটতে হয়েছে রাশিয়ায়।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ জুন ২০১৭ ০৩:৫৯
Share: Save:

মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদলের আগে আমলাতন্ত্রেও বড়সড় বদল করলেন নরেন্দ্র মোদী। অগস্টের শেষে নতুন স্বরাষ্ট্রসচিব হচ্ছেন ঝাড়খণ্ড ক্যাডারের রাজীব গৌবা। তথ্য-সম্প্রচার সচিবের পদে আনা হল অজয় মিত্তলকে। আর্থিক বিষয়ক সচিবের দায়িত্ব পাচ্ছেন সুভাষ গর্গ। সচিব বদল হল সড়ক, বিদ্যুৎ, আইন, যোগাযোগ মন্ত্রকেও।

মনোহর পর্রীকর গোয়ার মুখ্যমন্ত্রী হওয়ার পরে অর্থমন্ত্রী অরুণ জেটলি এখন প্রতিরক্ষা মন্ত্রকের ভার সামলাচ্ছেন। জিএসটি-র শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যেও তাঁকে প্রতিরক্ষা মন্ত্রকের কাজে ছুটতে হয়েছে রাশিয়ায়। এরই মধ্যে অনিল দাভের মৃত্যুতে তাঁর পরিবেশ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব সামলাতে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষ বর্ধনকে। এ দিকে সব মন্ত্রীর কাছে আগামী ৩০ জুনের মধ্যে মন্ত্রকের কাজের খতিয়ান চেয়ে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। যা দেখে অনেকের ধারণা, রাষ্ট্রপতি নির্বাচনের পরেই রদবদল হতে পারে মন্ত্রিসভায়।

বর্তমান স্বরাষ্ট্রসচিব রাজীব মহর্ষির মেয়াদ শেষ হচ্ছে অগস্ট মাসে। এত দিন তিনিই দার্জিলিং নিয়ে কেন্দ্রের হয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছিলেন। আগামী দু’মাস অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে থাকবেন রাজীব গৌবা। ৩০ অগস্ট মহর্ষি অবসর নিলে রাজনাথ সিংহের মন্ত্রকের সচিবের দায়িত্ব নেবেন তিনি। বর্তমানে বেঙ্কাইয়া নায়ডুর নগরোন্নয়ন মন্ত্রকের সচিব গৌবা অবশ্য এর আগে স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব হিসেবে মাওবাদী দমন শাখার দায়িত্বে ছিলেন।

নোট বাতিলের যাবতীয় ঝক্কি সামলানোর পরে শক্তিকান্ত দাস আর্থিক বিষয়ক সচিবের পদ থেকে অবসর নিলে গুজরাত ক্যাডারের তপন রায়কে ওই দফতরের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছিল। মনে করা হয়েছিল, মোদী-ঘনিষ্ঠ তপনবাবুই ওই পদের পাকাপাকি দায়িত্ব পাবেন। তা না করে আজ ওই পদে নিয়ে আসা হল সুভাষ গর্গকে। তিনি বিশ্ব ব্যাঙ্কের এগ্‌জিকিউটিভ ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE