রমজানে সেনা অভিযান বন্ধের সিদ্ধান্তে লাভ-লোকসানের খতিয়ান বুঝে নিতে আগামী ৭ জুন দু’দিনের জন্য কাশ্মীর সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। সেনা অভিযান বন্ধের সিদ্ধান্তের পরে উপত্যকার পরিস্থিতি কী দাঁড়িয়েছে তা নিয়ে তিনি কথা বলবেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে। বৈঠক করবেন পুলিশ ও সেনাকর্তাদের সঙ্গেও। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, তারপরেই ঠিক হবে সেনা অভিযান ফের শুরু করা হবে কি না।
এ দিনও উপত্যকায় সেনার উপরে হামলা চালিয়েছে জঙ্গিরা। আজ বিকেলে উত্তর কাশ্মীরের বান্দিপোরার হাজিনে সেনার একটি শিবিরের উপরে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। জবাব দেয় সেনাও। ওই এলাকায় এখনও গুলির লড়াই চলছে বলে জানিয়েছে সেনা। অন্য দিকে বারামুলার সোপোরে সেনার একটি গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। গাড়িটির ক্ষতি হলেও কেউ হতাহত হননি।
মেহবুবার দাবি মেনে উপত্যকায় ইতিবাচক বার্তা দিতে রমজানের সময়ে সেনা অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। শুরু থেকেই সরকারের ওই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিল সঙ্ঘ পরিবার। কেন্দ্রের আশা ছিল, এতে পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু পরিসংখ্যান বলছে, গত ১৬ মে সেনা অভিযান স্থগিত রাখার সিদ্ধান্তের আগের সপ্তাহে যেখানে উপত্যকায় চারটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল, সেখানে এক সপ্তাহ পরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩টিতে। গত চার দিনে হামলার তীব্রতা আরও বেড়েছে। অন্তত ১০টি স্থানে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। যাতে আহত হয়েছেন একাধিক সাধারণ মানুষ। যে হামলার দায় নিয়েছে জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠন।