Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আসছেন রাজনাথ, তৈরি করিমগঞ্জ

ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করতে করিমগঞ্জে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। আগামী ৩০ জুন করিমগঞ্জের আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শনের পাশাপাশি কাছাড়া জেলার টুকরগ্রাম সীমান্তও পরিদর্শন করবেন তিনি। তার আগে, আগামী ২৬ জুন করিমগঞ্জে আসছেন বিএসএফের ডিজি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগে কপ্টারের মহড়া। ছবি: শীর্ষেন্দু শী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগে কপ্টারের মহড়া। ছবি: শীর্ষেন্দু শী।

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০২:৪৬
Share: Save:

ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করতে করিমগঞ্জে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। আগামী ৩০ জুন করিমগঞ্জের আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শনের পাশাপাশি কাছাড়া জেলার টুকরগ্রাম সীমান্তও পরিদর্শন করবেন তিনি। তার আগে, আগামী ২৬ জুন করিমগঞ্জে আসছেন বিএসএফের ডিজি।

দেশে প্রত্যন্ত এই সীমান্ত-জেলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে ঘিরে সাজসাজ রব উঠেছে। আজ থেকেই করিমগঞ্জের আকাশে উড়তে দেখা দেখা গিয়েছে বিএসএফের হেলিকপ্টার। করিমগঞ্জের আকাশ পথ পরিদর্শন করে হেলিকপ্টারটি সরকারি স্কুলের খেলার মাঠে অবতরণ করে। হেলিকপ্টারের প্রপেলারে ওঠা তীব্র হাওয়ায় মাঠের ভিতরে থাকা ছোট দু’টি টিনের চাল প্রায় উড়েই যাচ্ছিল। ফলে কিছুটা সমস্যার সৃষ্টি হলেও কেউ আহত হননি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঠের মধ্যে থাকা ঘরগুলি আপাতত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।

করিমগঞ্জ সীমান্তবর্তী এলাকা হলেও এই প্রথম ভারতীয় যুক্তরাষ্ট্রের কোনও স্বরাষ্ট্রমন্ত্রী এই জেলার মাটিতে পা দেবেন। ফলে প্রশাসন থেকে শুরু করে নিরাপত্তা রক্ষীরাও বিশেষ ভাবে সক্রিয় হয়ে উঠেছে। এ ছাড়া অসমের জমি বাংলাদেশের হাতে হস্তান্তরের ফলে ক্ষোভে ফুঁসছেন করিমগঞ্জ জেলার মদনপুর, লাঠিটিলা-ডুমাবাড়ি এলাকার বেশ কিছু মানুষ। জমি হস্তান্তরের ফলে করিমগঞ্জ জেলার কয়েকশো বিঘা জমি বাংলাদেশের দখলে চলে যাবে। সামান্য হলেও বদলে যাবে করিমগঞ্জ জেলার মানচিত্র। এ ছাড়া কাছাড় জেলার টুকরগ্রাম নিয়েও রয়েছে দু’দেশের মধ্যে বিবাদ। সেই জায়গাটি কাছাড় জেলার সঙ্গে যুক্ত থাকলেও করিমগঞ্জ এবং বাংলাদেশ থেকেই সেখানে অনায়াস যাতায়াত সম্ভব। টুকরগ্রাম-সহ সংলগ্ন এলাকার মানুষ কাছাড়ের পরিবর্তে করিমগঞ্জ জেলার সঙ্গে য়ুক্ত হওয়ার জন্য দির্ঘ দিন ধরেই দাবি জানিয়ে আসছেন। খুব শীঘ্রই জমি-হস্তান্তর হবে। সে ক্ষেত্রে আন্তর্জাতিক সীমান্তবর্তী টুকরাগ্রামের অবস্থান স্বচক্ষে দেখতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত পরিদর্শনের পর উচ্চপদস্থ আধিকারিক-সহ সেনাবাহিনীর আধিকারিকদের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের চারদিন আগেই বিএসএফের ডিজি ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করতে আসছেন বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE