Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মিছিল

বর্ধিত হারে বেতন, স্থায়ী চাকরির দাবিতে বুধবার করিমগঞ্জ শহরে মিছিল করলেন জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী-সহায়িকরা। এ দিন কয়েকশো কর্মী-সহায়িকা জেলাশাসকের কার্যালয়ের সামনে ধর্নায় বসেন।

— নিজস্ব চিত্র।

— নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১১ জুন ২০১৫ ০৩:০৯
Share: Save:

বর্ধিত হারে বেতন, স্থায়ী চাকরির দাবিতে বুধবার করিমগঞ্জ শহরে মিছিল করলেন জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী-সহায়িকরা। এ দিন কয়েকশো কর্মী-সহায়িকা জেলাশাসকের কার্যালয়ের সামনে ধর্নায় বসেন। তাঁরা জানান, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। অথচ তাঁরা অনেক কম বেতন পাচ্ছেন। তা ছাড়াও অসম সরকারের তরফে তাঁরা নিয়মিত ভাবে বেতনও পান না। মাসে ১০ হাজার টাকা বেতন এবং স্থায়ী চাকরির দাবিও ওঠে। করিমগঞ্জের জেলাশাসককে এ নিয়ে স্মারকপত্রও দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rally Karimganj DM worker
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE