Advertisement
১৬ জুন ২০২৪

শিশুকে গণধর্ষণ, খোঁজ স্কুলের গাড়িচালকের 

গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ওই মেয়েটির স্কুলের গাড়িচালক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮ ০২:৪৩
Share: Save:

ন’বছরের মেয়েকে গণধর্ষণের অভিযোগ উঠল বিহারের বেগুসরাইয়ে। জেলার মটিহানি থানার সীতারামপুরে গত রাতের এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলেছে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ওই মেয়েটির স্কুলের গাড়িচালক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে মামার বাড়ি কাছারি টোলার রচিয়াহি থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল মেয়েটি। ফেরার পথে লুচো চকের কাছে তার দেখা হয় গাড়িচালক সুমিত কুমারের সঙ্গে। বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে সে। সুমিতকে আগে থেকে চিনত বলে মেয়েটি বিশ্বাস করে তার গাড়িতে ওঠে। তাকে অজ্ঞাত জায়গায় নিয়ে যায় সুমিত। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করলেও দেখা মেলেনি তৃতীয় শ্রেণির ওই ছাত্রীর।

গত রাতে অসুস্থ অবস্থায় কোনও রকমে বাড়ি ফিরে অত্যাচারের কথা জানায় মেয়েটি। চার যুবকের মধ্যে সুমিতের কথা বলার পরে থানায় অভিযোগ জানানো হয়। এরই মধ্যে রবিবার সুমিতের ভাই সোনু কুমার মেয়েটি ফেলে আসা শীতবস্ত্র বাড়িতে পৌঁছতে আসে। গ্রামবাসীরা তাকে মারধর শুরু করে। খবর পেয়ে পুলিশ সোনুকে গ্রেফতার করে। তাকে জেরা করে বাকিদের খোঁজ করছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Rape Bihar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE