Advertisement
১৯ মে ২০২৪
লকডাউনের পথে বহু রাজ্য
Coronavirus

লাফিয়ে বাড়ছে আক্রান্ত, বিহারে নালিশের পাহাড়

স্বাস্থ্য মন্ত্রক রবিবার সকালে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৯০২ জন নতুন করোনা পজিটিভ রোগীর সন্ধান মেলায় দেশে এই সংখ্যা ১০ লক্ষ ৭৭ হাজারে দাঁড়িয়েছে।

করোনা-আক্রান্ত শিশুর সঙ্গে খেলায় মগ্ন স্বাস্থ্যকর্মী। দিল্লিতে কমনওয়েল্‌থ গেমস ভিলেজের কোভিড সেন্টারে। পিটিআই

করোনা-আক্রান্ত শিশুর সঙ্গে খেলায় মগ্ন স্বাস্থ্যকর্মী। দিল্লিতে কমনওয়েল্‌থ গেমস ভিলেজের কোভিড সেন্টারে। পিটিআই

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ জুলাই ২০২০ ০৪:৫৯
Share: Save:

লকডাউনের কড়াকড়ি শিথিল করে নরেন্দ্র মোদী সরকার আনলক প্রক্রিয়া শুরু করার পর থেকেই লাফিয়ে বাড়তে শুরু করেছে দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই আগের দিনের সংখ্যাকে ছাপিয়ে যাচ্ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে বেশ কিছু রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলায় নির্দিষ্ট কিছু এলাকায় নতুন করে লকডাউনের নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার পথে হাঁটছে। তামিলনাড়ু, কর্নাটকের পরে এ বার অসমে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ করা হল। চেন্নাই ও বেঙ্গালুরুর বিভিন্ন এলাকায় নতুন করে সার্বিক লকডাউন আগেই ঘোষণা করা হয়েছে। কর্নাটক সরকার রবিবার সব বেসরকারি হাসপাতালকে নির্দেশ দিয়েছে, তাদের মোট বেডের অর্ধেককে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য সংরক্ষিত রাখতে হবে। প্রতিটি হাসপাতালে করোনা-চিকিৎসার পরিকাঠামোও গড়ে তুলতে হবে। এর মধ্যেই দিল্লির রোগীদের ওপর দেশে তৈরি করোনা প্রতিষেধক কোভ্যাক্সিন-এর পরীক্ষা শুরু হচ্ছে সোমবার। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর এথিকস কমিটি এই কাজ করার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের অনুমোদন দিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রক রবিবার সকালে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৯০২ জন নতুন করোনা পজিটিভ রোগীর সন্ধান মেলায় দেশে এই সংখ্যা ১০ লক্ষ ৭৭ হাজারে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৫৪৩ জন করোনা সংক্রমিতের মৃত্যু হওয়ায় এই এ পর্যন্ত এই রোগে মৃতের সংখ্যা ২৬,৮১৬-এ দাঁড়াল। আপাতত আমেরিকা ও ব্রাজিলের পর সংক্রমিতের সংখ্যায় বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত।

ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনের ট্রায়ালের জন্য আগ্রহী স্বেচ্ছাসেবকদের নামের তালিকা তৈরি করছে এমস। হাসপাতালটির সেন্টার ফর কমিউনিটি মেডিসিন-এর অধ্যাপক সঞ্জয় রাই জানিয়েছেন, কী ভাবে এই গুরুত্বপূর্ণ ট্রায়ালটি করা যায়, তা নিয়ে তাঁরা আগে থেকেই ভাবনা-চিন্তা করছিলেন। শনিবার এথিকস কমিটির কাছ থেকে অনুমোদন পাওয়ার পরে সোমবার থেকেই কাজ শুরু করা হচ্ছে। ইতিমধ্যেই অনেকে স্বেচ্ছাসেবক হতে আগ্রহ দেখিয়েছেন। কিন্তু এই কাজের জন্য ১৮ থেকে ৫৫ বছর বয়সী এমন মানুষ দরকার, যাঁদের কো-মর্বিডিটি নেই। অর্থাৎ ডায়াবেটিস, হৃদরোগ বা কিডনির গোলযোগের মতো গুরুতর অসুখ তাঁদের নেই। ইতিমধ্যে করোনায় আক্রান্ত হলে, এমনকি সেরে গিয়ে থাকলেও তিনি স্বেচ্ছাসেবক হতে পারবেন না। বিহার ও হরিয়ানায় এর মধ্যেই বেশ কয়েক জন স্বেচ্ছাসেবককে কোভ্যাক্সিন পরীক্ষামূলক ভাবে দেওয়া হয়েছে। তাঁরা সুস্থ আছেন।

আরও পড়ুন: অমরুত উদ্যানে কেন্দ্রের প্রশংসা চিত্রে পশ্চিমবঙ্গ

বিহারে করোনা চিকিৎসার অপ্রতুলতা নিয়ে বহু অভিযোগ পেয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যকর্তা লব আগ্রওয়ালের নেতৃত্বে একটি কমিটি সে রাজ্যে গিয়েছেন। নীতীশ কুমারের নেতৃত্বে বিজেপি-জোটের সরকার করোনা মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ— এই মন্তব্য করে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধী রাষ্ট্রীয় জনতা পার্টির নেতা তেজস্বী যাদব। বিধানসভা নির্বাচনের মুখে স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা নিয়ে অভিযোগ ওঠায় অস্বস্তিতে শরিক বিজেপি এবং লোক জনশক্তি পার্টিও। কেন্দ্রীয় দল পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দুই দলের নেতারা। সম্প্রতি কাটিহারের এক সরকারি হাসপাতালে স্রেফ অক্সিজেন না-পেয়ে মারা গিয়েছেন এক রোগী। স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডের এলাকা সিওয়ানের সরকারি হাসপাতালে ডাক্তাররা এসে কয়েক মিনিটের বেশি থাকেন না বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যকর্মীরা। একটি ভিডিয়োতে রোগীদের হাজার অভিযোগের জবাব দিতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা জানান, চিকিৎসকেরা এসে হাজিরা দিয়েই চলে যান। রোগী সামলাতে হিমশিম খেতে হয় তাঁদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CoronaVirus Health COVID-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE