Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National

জয়-পরাজয়: কোন দল কী বলছে?

তুমুল গেরুয়া ঝড়ে কংগ্রেস, সমাজবাদী পার্টিকে একরকম তুড়ি মেরেই উড়িয়ে দিল বিজেপি। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে। পঞ্জাবে অবশ্য ‘আপ’-এর আশায় জল ঢেলে রীতিমতো ভাল ফল করেছে কংগ্রেস। মণিপুরে দিনভর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টানা চতুর্থ বারের জন্য ক্ষমতাসীন হল কংগ্রেস। গোয়াতেএ জিতল কংগ্রেস, বিজেপি-র সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর। এই জয়-পরাজয়ের পর কী বলছে বিভিন্ন রাজনৈতিক দল, দেখে নেওয়া যাক।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ১৭:২৪
Share: Save:

তুমুল গেরুয়া ঝড়ে কংগ্রেস, সমাজবাদী পার্টিকে একরকম তুড়ি মেরেই উড়িয়ে দিল বিজেপি। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে। পঞ্জাবে অবশ্য ‘আপ’-এর আশায় জল ঢেলে রীতিমতো ভাল ফল করেছে কংগ্রেস। মণিপুরে দিনভর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টানা চতুর্থ বারের জন্য ক্ষমতাসীন হল কংগ্রেস। গোয়াতেএ জিতল কংগ্রেস, বিজেপি-র সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর। এই জয়-পরাজয়ের পর কী বলছে বিভিন্ন রাজনৈতিক দল, দেখে নেওয়া যাক।

নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী

‘‘গত ১০ বছর ধরে অকালি দল-বিজেপি জোটকে ক্ষমতাসীন করার জন্য আমি পঞ্জাবের মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহের সঙ্গে আমার কথা হয়েছে। পঞ্জাবে ওঁর দলের (কংগ্রেস) বিপুল জয়ের জন্য ওঁকে আমি অভিনন্দন জানিয়েছি। জানিয়েছি জন্মদিনের শুভেচ্ছা। ওঁর দীর্ঘায়ু কামনা করেছি।’’

অমিত শাহ, সভাপতি, বিজেপি

‘‘স্বাধীনতার পর উত্তরপ্রদেশে এত বড় জয় দীর্ঘ দিন পায়নি কোনও রাজনৈতিক দল। জেতার জন্যই লোকে ভোটে লড়ে। মাঝামাঝি আর কোনও পথ থাকে না। আমরা ভোটে জিতেছি। কোনও সন্দেহ নেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী স্বাধীন ভারতে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা। তাঁর সরকারের কাজকর্মই সকলের মন জিতে নিয়েছে। কেন্দ্রীয় সরকার যে সব প্রকল্পের ঘোষণা করেছে, তার সমর্থনেই মানুষ এই রায় দিয়েছেন। জনাদেশ একটি নতুন দিশা দেখিয়েছে। এই ভোটে আমরা দেখিয়ে দিতে পেরেছি, কোনও জাতপাত বা পরিবারতন্ত্র নয়, শেষ কথা বলে পারফরম্যান্সই। মায়াবতীর মতো রাজনীতিকদের মেরুকরণের রাজনীতির দিন শেষ। উত্তরপ্রদেশে এত বড় জয় আমাদের রাজ্যসভায় অনেক বেশি আসন পেতে সাহায্য করবে।’’

রাজীব শুক্ল, কংগ্রেস নেতা

‘‘জনাদেশ আমরা মেনে নিচ্ছি। তবে এই রায়ের ফলে উন্নয়ন ধাক্কা খাবে। উন্নয়ন নয়, পারফরম্যান্স নয়, জিতল ভোটব্যাঙ্কের রাজনীতিই।’’

অখিলেশ সিংহ যাদব, মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশ, সমাজবাদী পার্টি নেতা

‘‘জনাদেশ মেনে নিচ্ছি। গণতন্ত্রে তো এমনই হয়। তবে ভোটের ফলাফল যা-ই হোক, আগামী দিনেও উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্গে জোট বজায় রাখবে সমাজবাদী পার্টি।’’

মায়াবতী, বহুজন সমাজ পার্টি নেত্রী

‘‘ইভিএম যন্ত্রে কারচুপি না হলে উত্তরপ্রদেশে এই ফলাফল হতে পারে না। আমি দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে উত্তরপ্রদেশের এই ভোট বাতিল করার অনুরোধ করেছি। আবার ভোটের আর্জি জানিয়েছি। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। হয় বিজেপি ছাড়া অন্য কোনও দলের সমর্থকদের ভোট ইভিএম যন্ত্র নেয়নি, নয়তো ইভিএম যন্ত্রগুলি এমন ছিল যে, অন্য দলের ভোটগুলি চলে গিয়েছে শুধু বিজেপি-র ঝুলিতেই! ইভিএম যন্ত্রে যে কারচুপি হয়েছে, তার সবচেয়ে বড় প্রমাণ, মুসলিম প্রধান আসনগুলিতেও বিজেপি প্রার্থীরা জিতেছেন!’’

শিবপাল যাদব, সমাজবাদী পার্টি নেতা

‘‘যশবন্ত নগরে আমাকে জেতানোর জন্য ভোটারদের ধন্যবাদ জানাচ্ছি। আর বাকিটা, মানুষ যা রায় দিয়েছেন তা মেনে নিচ্ছি।’’

অরবিন্দ কেজরীবাল, আম আদমি পার্টি নেতা

‘‘জনাদেশ মেনে নিচ্ছি। তবে লড়াইটা আমরা চালিয়েই যাব।’’

ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ, পঞ্জাব কংগ্রেস সভাপতি

‘‘যে অভূতপূর্ব রায় দিয়েছেন পঞ্জাবের মানুষ, তাতে আমি কৃতজ্ঞ। পঞ্জাবের খুব ভাল দিন আসছে।’’

প্রকাশ সিংহ বাদল, শিরোমণি অকালি দল প্রধান

‘‘জনাদেশ মেনে নিচ্ছি।’’

রাহুল গাঁধী, সহ সভাপতি কংগ্রেস

‘‘আমি প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানাচ্ছি।’’

ওকরাম ইবোবি সিংহ, মুখ্যমন্ত্রী, মণিপুর, কংগ্রেস নেতা

‘‘কংগ্রেসকে ফের ক্ষমতাসীন করার জন্য মানুষকে অভিনন্দন জানাচ্ছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE