Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সলমনকে লেখা এক গণধর্ষিতার চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

‘আমি ওই লোকটার নাম করতে চাই না। যে এ সব কথা বলতে পারে, তার নাম করে চিঠি লিখলে তাকে অনেক বেশি সম্মান দেওয়া হয়ে যায়। যেটা ওই লোকটা একেবারেই সেটা ডিজার্ভ করে না। তাই আপনি-আজ্ঞে করার ভণ্ডামিটা করতে পারব না।’

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ জুন ২০১৬ ১৯:৩১
Share: Save:

সুনীতা কৃষ্ণন। পেশায় সমাজকর্মী। পেয়েছেন পদ্মশ্রী সম্মানও। আজ তিনি শিরোনামে।

না! এ সব কারণ তাঁকে লাইমলাইটে আনেনি। বরং সলমন খানকে তাঁর লেখা একটি খোলা চিঠি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘সুলতান’-এর শুটিং প্রসঙ্গে মঙ্গলবার সলমন মন্তব্য করেন, ‘নিজেকে ধর্ষিতা মহিলার মতো মনে হত’। সেই প্রসঙ্গেই সুনীতা তাঁকে এই খোলা চিঠি লিখেছেন। সুনীতার একটি অন্য পরিচয়ও রয়েছে। তিনি নিজেও গণধর্ষণের শিকার হয়েছিলেন। তবে লড়াকু সুনীতা জীবনের সেই পর্ব কাটিয়ে উঠেছিলেন স্রেফ মনের জোরে। সলমনকে লেখা খোলা চিঠিতে রীতিমতো আক্রমণাত্মক তিনি।

কী লিখেছেন জানেন?

‘আমি ওই লোকটার নাম করতে চাই না। যে এ সব কথা বলতে পারে, তার নাম করে চিঠি লিখলে তাকে অনেক বেশি সম্মান দেওয়া হয়ে যায়। যেটা ওই লোকটা একেবারেই সেটা ডিজার্ভ করে না। তাই আপনি-আজ্ঞে করার ভণ্ডামিটা করতে পারব না।

আসল কথাটা হল, নিজেকে ওর ধর্ষিতা মনে হচ্ছিল। তাই তো? অন্তত তেমনটাই তো বলেছে। এই কমেন্টে ধর্ষণ ব্যাপারটা খুব সাধারণ, গুরুত্বহীন বলে মনে হয়েছে। ওর কাছে সেটা হতে পারে। কিন্তু বাকি সমাজও কি এটা ভাবে? আমাদের সকলের কাছেই কি ধর্ষণ ব্যাপারটা এতটাই সহজ?

মানছি, লোকটাকে ভালই দেখতে। ট্যালেন্টও আছে। সেজন্যই সে স্টার। যার এত খ্যাতি, তার একটা দায়িত্ব থাকবে না? যা খুশি বলে দিলেই হল? বাস্তবে ধর্ষণের কোনও গুরুত্ব না বুঝেই সিনেমায় যা দেখানো হয়, তার ভিত্তিতে একটা কমেন্ট করে দিল। এখন দেখছি এই ‘রেপ কালচার’-এর মধ্যে আমরা যেন খুব বেশি করে ঢুকে পড়ছি। আর না বুঝে এ সব কথা বলে আরও বিষয়টাতে ইন্ধন দিচ্ছি।

শেষে শুধু একটাই কথা বলব, যারা পারভার্ট তারাই এ সব কথা বলতে পারে। আমাদের সকলকে অপমান করেছে ও। তাই ওই লোকটা এই সমাজের লজ্জার কারণ।’

আরও পড়ুন, আমি যেন ধর্ষিতা! নিজেরই প্যাঁচে সুলতান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

salman khan rape sultan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE