Advertisement
২০ এপ্রিল ২০২৪

সীমান্তে প্রতিনিধি দল

অসমের ধুবুরি জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত সমস্যা নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে গেলেন সুপ্রিম কোর্টের প্রতিনিধিরা। সুপ্রিম কোর্টের আইনজীবী উপমন্যু হাজারিকার নেতৃত্বে এক সদস্যের কমিশন গঠন করে ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করে বিস্তারিত রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

নিজস্ব সংবাদদাতা
ধুবুরি শেষ আপডেট: ২৭ মে ২০১৫ ০২:৫৬
Share: Save:

অসমের ধুবুরি জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত সমস্যা নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে গেলেন সুপ্রিম কোর্টের প্রতিনিধিরা। সুপ্রিম কোর্টের আইনজীবী উপমন্যু হাজারিকার নেতৃত্বে এক সদস্যের কমিশন গঠন করে ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করে বিস্তারিত রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গত সোমবার সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রতিনিধিরা ধুবুরিতে এসে বিএসএফের পদস্থ কর্তাদের সঙ্গে জেলার অসম-বাংলাদেশ স্থল এবং জল সীমা পরিদর্শন করে, সীমান্তের নিরাপত্তা এবং নজরদারি ব্যবস্থা খতিয়ে দেখেন। এরপর মঙ্গলবার ফের সুপ্রিম কোর্টের প্রতিনিধিরা ধুবুরিতে আসেন। এ দিন বিকেলে সুপ্রিম কোর্টের প্রতিনিধিরা ধুবুরির সার্কিট হাউসে, ধুবুরির জেলা শাসক নজরুল ইসলাম এবং পুলিশ সুপার মৃদুলানন্দ শর্মা সহ জেলা প্রশাসনের পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। আইনজীবী উপমন্যু হাজারিকা বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশে আমি অসমের ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করে গেছি। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছি। আগামী ৩০ জুনের মধ্যে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেওয়া হবে।”

সম্প্রতি অসমের একটি বেসরকারি সংগঠন অসমে অনুপ্রবেশ নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করে। গত ১৩ মে ওই মামলার শুনানির সময়ে অনুপ্রবেশ রোধের ক্ষেত্রে রাজ্য সরকারের দেওয়া রিপোর্ট পাওয়ার পর সুপ্রিম কোর্ট কমিশন গঠন করে ফের ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE