Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Farmers's Protest

লালকেল্লার ঘটনায় তদন্ত কমিশন গড়ার আবেদনে গুরুত্ব দিল না সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিশন গড়ার প্রস্তাব ছিল

সাধারণতন্ত্র দিবসের সেই ট্র্যাক্টর মিছিল।

সাধারণতন্ত্র দিবসের সেই ট্র্যাক্টর মিছিল।

সংবাদসংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২১ ১৭:২৯
Share: Save:

কৃষকদের ট্র্যাক্টর মিছিলে হিংসা ছড়ানোর ঘটনায় আলাদা করে তদন্ত কমিশন গঠনের প্রয়োজন নেই বলে জানাল সুপ্রিম কোর্ট। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে বলেন, ‘‘এ ব্যাপারে সরকার যে পদক্ষেপ করেছে তা-ই যথেষ্ট। আমরা এতে হস্তক্ষেপ করব না।’’

সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় পতাকা উত্তোলন এবং পুলিশের সঙ্গে কৃষকদের খণ্ডযুদ্ধের ঘটনাটিকে অন্তর্ঘাত বলে দাবি করে সুপ্রিম কোর্টের কাছে তদন্ত কমিশন গড়ার আর্জি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিশাল তিওয়ারি। সুপ্রিম কোর্টের কোনও প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিশন গড়ার কথা বলেছিলেন তিনি। একই ধরনের আরও বেশ কিছু আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টের কাছে। বুধবার সেই আবেদনগুলিকে ফিরিয়ে দিয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ, ‘‘এ ব্যাপারে সরকারের কাছে আবেদন করুন।’’ প্রধান বিচারপতি বলেন, ‘‘আমরা নিশ্চিত সরকার এব্যাপারে পদক্ষেপ করেছে, তদন্ত করছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিবৃতিও আমরা দেখেছি। তাতে তিনি জানিয়েছেন, আইন তার কাজ করছে। তাই আমরা এ ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না।’’

বুধবার কৃষকদের পক্ষ নিয়ে করা একটি জনস্বার্থ মামলাও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। কৃষকদের যাতে প্রমাণ ছাড়া সন্ত্রাসবাদী বলে সংবাদমাধ্যমগুলিতে উল্লেখ না করা হয়, সে জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ চেয়ে মামলাটি করেছিলেন আইনজীবী মনোহরলাল শর্মা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CJI Supreme Court India Farmers's Protest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE