কখনও তরুণীর গতিবিধির উপরে নজরদারির অভিযোগ উঠেছে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সেনাপতি অমিত শাহের বিরুদ্ধে। কখনও ফোনে কথাবার্তা সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রতন টাটা। বিভিন্ন পক্ষের কৌঁসুলিরা জানিয়েছেন, এই সব পদক্ষেপে মানুষের ব্যক্তিগত গোপনীয়তার অধিকারে হাত প়়ড়ছে। কিন্তু এ বার সুপ্রিম কোর্টে সওয়ালের সময়ে কেন্দ্র জানাল, ব্যক্তিগত গোপনীয়তার অধিকার সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারের তালিকায় নেই।
আধার কার্ড নিয়ে শীর্ষ আদালতে টানাপড়েন চলছে দীর্ঘ দিন ধরে। এই প্রকল্পে নাগরিকদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তাতে ব্যক্তিগত গোপনীয়তার অধিকারে হাত পড়ছে বলে বেশ কিছু আর্জি জমা পড়েছে সুপ্রিম কোর্টে। বিচারপতি জে চেলামেশ্বরের নেতৃত্বাধীন বেঞ্চে ওই আবেদনগুলিরই শুনানি হচ্ছে। গতকাল সেই শুনানির সময়ে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি বলেন, ‘‘সংবিধানে ব্যক্তিগত গোপনীয়তার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। তাই আধার কার্ডের বিরুদ্ধে ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ভাঙা সংক্রান্ত আর্জি গ্রহণযোগ্য নয়।’’