Advertisement
E-Paper

টোকিওর যুব সংসদে এ বার বাংলার ঋতব্রত

অল্প দিনেই সংসদে তাঁর ভূমিকা নজর কেড়েছে সকলের। সেই সুবাদেই এ বার যুব সাংসদদের আন্তর্জাতিক সম্মেলনে এ দেশের সংসদের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সিপিএমের ৩৫ বছরের ছাত্র-নেতাই এ বারের প্রতিনিধিদলে বাংলার একমাত্র সদস্য। প্রতিনিধিদলের বাকি সদস্যেরা হলেন লোকসভার সাংসদ, মহারাষ্ট্রের প্রীতম মুন্ডে ও হরিয়ানার দুষ্মন্ত চৌটালা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০১৫ ০৩:০০

অল্প দিনেই সংসদে তাঁর ভূমিকা নজর কেড়েছে সকলের। সেই সুবাদেই এ বার যুব সাংসদদের আন্তর্জাতিক সম্মেলনে এ দেশের সংসদের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সিপিএমের ৩৫ বছরের ছাত্র-নেতাই এ বারের প্রতিনিধিদলে বাংলার একমাত্র সদস্য। প্রতিনিধিদলের বাকি সদস্যেরা হলেন লোকসভার সাংসদ, মহারাষ্ট্রের প্রীতম মুন্ডে ও হরিয়ানার দুষ্মন্ত চৌটালা।

বিভিন্ন দেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় তরুণ প্রজন্মের প্রতিনিধি বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। সেই লক্ষ্যেই তারা নানা দেশের তরুণ সাংসদদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। এ বার সম্মেলন বসছে ২৭-২৮ মে জাপানের টোকিওয়। সচরাচর এই আসরে সুযোগ পান এ দেশের লোকসভা সাংসদেরাই। কিন্তু এ বার পারফরম্যান্সের নিরিখে ঋতব্রতকে ওই আসরে পাঠানোর জন্য উদ্যোগী হয়েছিলেন রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি। সেইমতোই আইপিইউ-এর তরফে চিঠি পাঠিয়ে প্রীতমদের পাশাপাশি ঋতব্রতকেও টোকিওর বিমান ধরার সুযোগ দেওয়া হয়েছে। তিন সাংসদের সঙ্গেই প্রতিনিধিদলের সঙ্গে যাচ্ছেন লোকসভা সচিবালয়ের অতিরিক্ত সচিব প্রমোদকুমার মিশ্র।

রাজ্যসভা সূত্রের খবর, সংসদে উপস্থিতি, বিতর্কে অংশগ্রহণ বা প্রশ্ন উত্থাপনের ক্ষেত্রে মাত্র এক বছরেই অনেকটা এগিয়ে গিয়েছেন সিপিএম সাংসদ ঋতব্রত। সব দলের সাংসদ মিলিয়ে বিতর্কে অংশগ্রহণের জাতীয় গড় যেখানে ২১.৩%, ঋতব্রতের ক্ষেত্রে তা ৫৩%। সার্বিক ভাবে সাংসদেরা যেখানে গড়ে ৬৩টি প্রশ্ন করেছেন, সিপিএমের তরুণ সাংসদ করেছেন ১৮৮টি। সংসদের দুই কক্ষেই বামেদের প্রতিনিধি এখন হাতে-গোনা। এই পরিস্থিতিতে ঋতব্রতকে এখন অনেক বেশি সক্রিয় ভূমিকায় দেখতে চাইছেন সিপিএমের সাধারণ সম্পাদক তথা সংসদীয় দলনেতা সীতারাম ইয়েচুরি। সেই সক্রিয়তা এখন রাজ্যসভার পরিচালকদেরও নজরে পড়ছে!

Tokyo Lfrt front Ritabrata Banerjee parliament Japan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy