Advertisement
২০ এপ্রিল ২০২৪

লালুর ডাকা বন্‌ধে বিঘ্নিত জনজীবন

তার আগে বিহার জুড়ে নিজেদের ক্ষমতা যাচাই করতে বন্‌ধের ডাক দিয়েছে তারা। তবে আরজেডি নেতারা এই যুক্তি মানতে নারাজ।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৭ ০৩:৪৫
Share: Save:

নীতীশ সরকার নতুন বালি খনন নীতি প্রণয়ন করার পর নানা মহলের আপত্তিতে তা প্রত্যাহারও করে নিয়েছেন। কিন্তু ওই নীতির প্রতিবাদে ডাকা বিহার বন্‌ধ থেকে পিছু হঠলেন না লালুপ্রসাদ। বন্‌ধকে সফল করতে রাজ্য জুড়েই বৃহস্পতিবার জায়গায় জায়গায় পথে নামল আরজেডি সমর্থক-কর্মী-নেতারা। অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর করে জনজীবন বিপর্যস্ত করে তোলে তারা। রাস্তা অবরোধের জেরে আটকে পড়া অ্যাম্বুলেন্সে এক মহিলা রোগীর আজ মৃত্যু হয়েছে। বেশ কয়েকটি জায়গায় রেল লাইন ও জাতীয় সড়ক অবরোধ করায় ব্যাপক যানজট হয়। আটকে পরে বেশ কয়েকটি ট্রেনও।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আগামী ২৩ ডিসেম্বর রাঁচীর আদালতে পশুখাদ্য মামলার রায় বেরোতে পারে। আরজেডি সভাপতি ওই মামলায় অন্যতম অভিযুক্ত। সে দিন দোষী সাব্যস্ত হলে রাজনৈতিক ভাবে কিছুটা চাপে পড়বে আরজেডি। তার আগে বিহার জুড়ে নিজেদের ক্ষমতা যাচাই করতে বন্‌ধের ডাক দিয়েছে তারা। তবে আরজেডি নেতারা এই যুক্তি মানতে নারাজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Patna Lalu Prasad Yadav
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE