Advertisement
১১ মে ২০২৪

রাস্তা খারাপ, ক্ষোভ কাটলিছড়ায়

মেরামতির অভাবে রাস্তায় যাতায়াত করা দায়। কিন্তু কর্তৃপক্ষ নির্বিকার। বাধ্য হয়ে তাই সেই রাস্তায় অবরোধ করলেন এলাকাবাসী। হাইলাকান্দির কাটলিছড়ায়।

গর্তে ফেঁসেছে অটোরিকশা। কাটলিছড়ায়। ছবি: অমিত দাস।

গর্তে ফেঁসেছে অটোরিকশা। কাটলিছড়ায়। ছবি: অমিত দাস।

নিজস্ব সংবাদদাতা
হাইলাকান্দি শেষ আপডেট: ০২ জুলাই ২০১৫ ০৩:১০
Share: Save:

মেরামতির অভাবে রাস্তায় যাতায়াত করা দায়। কিন্তু কর্তৃপক্ষ নির্বিকার। বাধ্য হয়ে তাই সেই রাস্তায় অবরোধ করলেন এলাকাবাসী। হাইলাকান্দির কাটলিছড়ায়।

স্থানীয় সূত্রে খবর, কাটলিছড়া-রূপাছড়া গ্রামীণ রাস্তায় মেরামতি শুরু হয়েছিল বছর তিনেক আগে। কিন্তু এত দিনেও কাজ কিছুই এগোয়নি। সেখানে জল জমে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। বিডিও–র কাছে আর্জি জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ।

আজ তাই শতাধিক মানুষ রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান। ওই রুটে অটোরিকশা চালক গিয়াস উদ্দিন, রফিক উদ্দিন, জাকির হুসেনরা বলেন, ‘‘বেহাল রাস্তার জন্য মাঝেমধ্যেই গাড়ি খারাপ হয়ে যায়। এতে রোজগার বন্ধ হয়ে পড়ছে।’’ তাঁরা হুঁশিয়ারির সুরে জানান, তিন দিনের মধ্যে এই রাস্তার সংস্কার না করা হলে কাটলিছড়া থানার সামনে জাতীয় সড়ক অবরোধ করা হবে।

কাটলিছড়ার বিডিও কে ইউ আহমেদ রাস্তার কাজ কবে শেষ হবে তা স্পষ্ট ভাবে জানাতে পারেননি।

ওই রাস্তা দিয়ে কাটাখাল নদীর তীরবর্তী বরুণছড়া-বিলাইপুর জেলাপরিষদ এলাকার বাসিন্দারা যাতায়াত করেন।

গত সপ্তাহে বেহাল রাস্তাটি পরিদর্শন করেন বিজেপি প্রতিনিধিদল। দলের সদস্য ছিলেন মিহিরকান্তি চক্রবর্তী, সৈকত দত্ত চৌধুরী। তাঁরাও ওই রাস্তার মেরামতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hailakandi Road blockage Auto BJP road BDO
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE