Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রাস্তা সারানোর আশ্বাস কাছাড়ে

পূজোর আগেই স্বস্তির বার্তা ছড়াল রাজ্য পূর্ত বিভাগ। শীঘ্র সারিয়ে তোলা হবে কাছাড়ের ৪০টি বেহাল রাস্তা। এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার অঞ্জন কুমার চন্দ জানিয়েছেন, ১ কোটি ৬ লক্ষ টাকার মঞ্জুরি মিলেছে। আগামী কালই কাজের সূচনা হচ্ছে। ১০ দিনের মধ্যে সমস্ত কাজ শেষ করতে ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শিলচর শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৪৮
Share: Save:

পূজোর আগেই স্বস্তির বার্তা ছড়াল রাজ্য পূর্ত বিভাগ। শীঘ্র সারিয়ে তোলা হবে কাছাড়ের ৪০টি বেহাল রাস্তা। এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার অঞ্জন কুমার চন্দ জানিয়েছেন, ১ কোটি ৬ লক্ষ টাকার মঞ্জুরি মিলেছে। আগামী কালই কাজের সূচনা হচ্ছে। ১০ দিনের মধ্যে সমস্ত কাজ শেষ করতে ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয়েছে। ১৯ সেপ্টেম্বর কাছাড়ের রাস্তাঘাট নিয়ে গুয়াহাটিতে পূর্তকর্তাদের পর্যালোচনা সভা হয়। সেখানে বার বার উঠে আসে বিভাগীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর দেওয়া প্রতিশ্রুতির কথা। পুজোর আগে বেহাল রাস্তা চলাচলের উপযোগী করে তোলা হবে বলে মন্ত্রী বিভিন্ন সভায় আশ্বস্ত করেছিলেন। সেই সূত্রে জরুরি ভিত্তিতে টেন্ডার ডাকা হয়। আজ দুপুর আড়াইটে পর্যন্ত চলে এই প্রক্রিয়া। অঞ্জনবাবু জানান, দু’দিনের মধ্যে সমস্ত কাজের ওয়ার্ক-অর্ডার দেওয়া হবে। দুর্গোৎসবের আগে সমস্ত রাস্তা মেরামত হবে।

তবে রাতের বৃষ্টি নিয়ে কিছুটা আশঙ্কায়। অঞ্জনবাবু বলেন, দিনে রাস্তায় কাজ করা যায় না। যানজট হয়। রাতে বৃষ্টি লেগে থাকলে কাজ করা মুশকিল। তবু তিনি আশাবাদী, পুজোর আগে রাস্তার কাজ শেষ হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cachar district Road
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE