রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পরপর সাতটা গাড়িতে ডাকাতি করল দুষ্কৃতীদের একটি দল। শুক্রবার গভীর রাতে বোকারো থেকে ধানবাদ যাওয়ার রাস্তায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, বোকারোর ভতুয়া গ্রামের কাছে নির্জন রাস্তায় গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখে প্রথমে একটি বাস থেমে যায়। ডাকাতরা ওই বাসে অস্ত্র নিয়ে চড়াও হয়। এরপর ওই বাসের পিছনে কয়েকটি গাড়ি এসে দাঁড়ায়। ওই গাড়িগুলিতেও ডাকাতরা লুঠপাট চালায়। একজন যাত্রী বাধা দিতে গেলে তাঁকে চপার দিয়ে আঘাত করে ডাকাতরা।