Advertisement
E-Paper

বস্তির দেওয়ালই ক্যানভাস, মানসিকতা বদলাতে নয়া দিশা দেখাচ্ছেন এই যুবতী

মহারাষ্ট্র নিবাসী রুবেল নাগি। পেশায় একজন সমাজকর্মী ও চিত্রকর। রং-তুলি দিয়ে শুধু সাদা কাগজে নয়, তাঁর ক্যানভাস বরং নতুন করে সাজিয়ে তোলে মহারাষ্ট্রের পুণে বা মুম্বইয়ের নানা বস্তি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৯ ১৪:৫০
অভিনব ভাবনা এই মহিলার। ছবি: টুইটার

অভিনব ভাবনা এই মহিলার। ছবি: টুইটার

মহারাষ্ট্র নিবাসী রুবেল নাগি। পেশায় একজন সমাজকর্মী ও চিত্রকর। কিন্তু রং-তুলি দিয়ে শুধু সাদা কাগজে নয়, তাঁর ক্যানভাস বরং নতুন করে সাজিয়ে তোলে মহারাষ্ট্রের পুণে বা মুম্বইয়ের নানা বস্তি। বস্তির পরিবেশ এ ভাবে রাঙিয়ে দিয়ে শুধু মাত্র সৌন্দর্যায়ন নয়, বরং রুবেলের লক্ষ্যটা অন্য। তিনি এর মাধ্যমে আরও বেশি করে সামনে আনতে বস্তিবাসীদের কথা। তাঁদের দৈনন্দিন সমস্যা ও কাঠিন্যের গল্প তুলে আনতে সারা বিশ্বের সামনে।

নিজস্ব ‘মিশাল মুম্বই’ নামের একটি প্রকল্পের জন্যই এই কাজ করে থাকেন তিনি। নিজের একটি স্বেচ্ছাসেবী সংস্থাও আছে তাঁর। কিন্তু এত কাজ থাকতে হঠাৎ এরকম কাজই কেন? রুবেল জানাচ্ছেন, তাঁর মুখ্য উদ্দেশ্য জনসংযোগ। এই প্রকল্পের মাধ্যমে বস্তিবাসীদের মানসিকতার পরিবর্তন ঘটানোই তাঁর লক্ষ্য।

তিনি বলছেন, “আমি যদি সমাজকর্মী হিসেবে কারও ঘরে ঢুকে যাই, তাহলে তাঁদের অস্বস্তি হতে পারে। কিন্তু আমি যখন নিজে দাঁড়িয়ে ২০টা দেওয়ালে রং করি, তখন ২০০ জন মানুষ আমার সঙ্গে বা আমার কাজ দেখতে দাঁড়িয়ে যান। তখন নিজের কাজ ছাড়াও তাঁদের সঙ্গে নানা ব্যাপারে কথা হয়।” এবং এ ভাবেই তাঁদের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করেন রুবেল। তাঁদের একাধিক সমস্যা ও সমস্যা থেকে উত্তরণের রাস্তাও খুঁজে পাওয়া যায় এই ভাবে আলাপচারিতার মাধ্যমেই।

আরও পড়ুন: হাঁটতে অসুবিধা, তাই জগিং নিষিদ্ধ হল পার্কে

রুবেলের এই কাজের ব্যাপারটি সংবাদ সংস্থা এএনআই সামনে আনলে, হইচই পড়ে যায় তাঁকে নিয়ে। টুইটারে একের পর এক অভিনন্দন বার্তা আসতে থাকে রুবেলের জন্য। কেউ কেউ এমনও বলেন যে, শুধু মাত্র সুন্দর ছবি আঁকতে জানলেই এমন কাজ করা সম্ভব নয়। এর জন্য দরকার একটি সুন্দর মনও।

আরও পড়ুন: অনুপ্রেরণা অভিনন্দন, উপত্যকায় ফের সেনায় যোগ দেওয়ার উন্মাদনা

Maharashtra Mumbai Pune
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy