চলন্ত ট্রেনে ২৫ বছরের এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করছিল এক ব্যক্তি। নিজের জীবনের ঝঁুকি নিয়ে তাঁকে বাঁচালেন রেল পুলিশের এক কনস্টেবল।
সোমবার রাতে চেন্নাইয়ের এই ঘটনায় অভিযুক্ত ২৬ বছরের এস সত্যরাজকে গ্রেফতার করেছে আরপিএফ। তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মামলা করা হয়েছে। ধৃতকে জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।
সোমবার রাতের ট্রেনে চেন্নাইয়ের ভেলাচেরি থেকে চেন্নাই বিচ স্টেশন পর্যন্ত যাচ্ছিলেন রেল পুলিশের নাইট স্কোয়াডের সদস্য কনস্টেবল কে শিবাজি, আর এক জন কনস্টেবল এবং সাব ইনস্পেকটর এস সুব্বাইয়া। রাত ১১টা ৪৫ নাগাদ ট্রেনটি সবে চিন্তাদ্রিপেট স্টেশন ছেড়েছে। সেই সময় তাঁরা পাশের কোচ থেকে এক মহিলার চিৎকারের শব্দ শুনতে পান। ট্রেনে ভেস্টিবিউল না থাকায় শিবাজিরা তখনই ওই কোচে যেতে পারেননি। পরের স্টেশন পার্ক টাউন আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকেন তাঁরা। পার্ক টাউন স্টেশনে ঢোকার পরে গতি একটু ধীর হতেই চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নেমে পড়েন শিবাজি। পাশের কোচে গিয়ে দেখেন সত্যরাজ তরুণীকে যৌন হেনস্থা করার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে সত্যরাজকে ধাক্কা মেরে সরিয়ে দেন শিবাজি। তত ক্ষণে ওই কোচে চলে এসেছেন শিবাজির অন্য সঙ্গীরাও। তাঁরা দেখেন তরুণী সংজ্ঞাহীন। তাঁর ঠোঁট থেকে রক্ত ঝরছে। পরনের পোশাক ছেঁড়া। অ্যাম্বুল্যান্স ডেকে তরুণীকে রাজীব গাঁধী গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান শিবাজিরা। চিকিৎসকরা জানান তরুণীর অবস্থা স্থিতিশীল। শিবাজিকে আরপিএফের তরফে ৫,০০০ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।