Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বাবরি ধ্বংস মঞ্চে, কোপে সঙ্ঘ নেতা

আবুবকর সিদ্দিক নামে স্থানীয় এক সমাজকর্মীর অভিযোগের ভিত্তিতে স্কুলের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ ০১:১৭
Share: Save:

বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা মঞ্চে পুনর্নির্মাণ করায় কর্নাটকের একটি স্কুলের পরিচালন সমিতির চার সদস্যের বিরুদ্ধে মামলা করল পুলিশ। মেঙ্গালুরুর বন্তবাল এলাকায় শ্রীরাম বিদ্যাকেন্দ্র নামে ওই স্কুলটির মালিক আরএসএস-এর এক নেতা। রবিবার ছিল স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে দেখা যায়, মঞ্চে রয়েছে বাবরি মসজিদের ছবি দেওয়া একটি বিরাট বোর্ড। গেরুয়া পোশাক পরা কয়েক’শো পড়ুয়া হাতে গেরুয়া পতাকা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে সেই বোর্ডটির উপরে। ঘোষক সেখানেই দাঁড়িয়ে হাঁক পাড়ছেন, ‘বোলো শ্রী রামচন্দ্র কী’, ‘বোলো ভারত মাতা কী, ‘বোলো বজরংবলি কী’। পড়ুয়ারা সমস্বরে বলছেন, ‘জয়’!

অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড় ও পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদী। ছিলেন রাজ্যের বেশ কয়েক জন মন্ত্রীও। আবুবকর সিদ্দিক নামে স্থানীয় এক সমাজকর্মীর অভিযোগের ভিত্তিতে স্কুলের বিরুদ্ধে মামলা করে পুলিশ। অভিযুক্তের মধ্যে রয়েছেন স্কুলটির মালিক প্রভাকর ভাট। প্রভাকর কর্নাটকের উপকূলীয় অঞ্চলের প্রভাবশালী আরএসএস নেতা এবং ওই এলাকায় সঙ্ঘের কার্যনির্বাহী সমিতির সদস্য। ওই নেতা বলেন, ‘‘সুপ্রিম কোর্ট বাবরি ধ্বংসের সমালোচনা করলেও, আদালতের সেই ব্যাখ্যা নিয়েই প্রশ্ন তুলেছি। আদালতের রায়ে যা বলা হবে তাই ঠিক বলে মানতে হবে, এমনটা বিশ্বাস করি না।’’ কিরণ বেদী পরে একটি ভিডিয়ো পোস্ট করেন, সেখানে দেখা যায়, পড়ুয়ারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অযোধ্যায় প্রস্তাবিত রামমন্দিরের মতো আকার তৈরি করেছেন। কিরণের টুইট, ‘‘স্কুলের ৩ হাজার ৮০০ জন পড়ুয়া যাতে বার্ষিক অনুষ্ঠানে অংশ নিতে পারে, তাই এই প্রচেষ্টা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

RSS Babri Mosque Babri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE