Advertisement
২৬ এপ্রিল ২০২৪

‘জনবিরোধী’ নীতি নিয়ে হুঁশিয়ারি সঙ্ঘের

সঙ্ঘকে সামালাতে নিজের মন্ত্রীদের আসরে নামালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের আর্থিক নীতি নিয়ে মঙ্গলবার দিল্লিতে এক দীর্ঘ বৈঠক হয়। সেখানে সঙ্ঘ নেতা কৃষ্ণগোপাল ছাড়াও ভারতীয় মজদুর সঙ্ঘ, লঘু উদ্যোগ ভারতী, স্বদেশি জাগরণ মঞ্চের মতো সঙ্ঘের বিভিন্ন শাখা সংগঠনের নেতারা ছিলেন।

দিল্লির এক অনুষ্ঠানে লালকৃষ্ণ আডবাণী ও মোহন ভাগবত। মঙ্গলবার প্রেম সিংহের তোলা ছবি।

দিল্লির এক অনুষ্ঠানে লালকৃষ্ণ আডবাণী ও মোহন ভাগবত। মঙ্গলবার প্রেম সিংহের তোলা ছবি।

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৬ ০৩:৪৬
Share: Save:

সঙ্ঘকে সামালাতে নিজের মন্ত্রীদের আসরে নামালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের আর্থিক নীতি নিয়ে মঙ্গলবার দিল্লিতে এক দীর্ঘ বৈঠক হয়। সেখানে সঙ্ঘ নেতা কৃষ্ণগোপাল ছাড়াও ভারতীয় মজদুর সঙ্ঘ, লঘু উদ্যোগ ভারতী, স্বদেশি জাগরণ মঞ্চের মতো সঙ্ঘের বিভিন্ন শাখা সংগঠনের নেতারা ছিলেন। উল্টো দিকে সরকারের তরফে ছিলেন মন্ত্রী নির্মলা সীতারমণ, পীযূষ গয়াল, কলরাজ মিশ্রেরা। বৈঠকে সঙ্ঘের পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন বিষয়ে কেন্দ্র যে সব নীতি গ্রহণ করছে, তা আমজনতার স্বার্থের পরিপন্থী। অন্যান্য দলের শ্রমিক সংগঠন ইতিমধ্যেই তা নিয়ে আন্দোলনের হুমকি দিয়েছে। পরিস্থিতি না বদলালে সঙ্ঘের সংগঠনগুলিকেও বিরোধী শিবিরের সঙ্গে হাত মিলিয়ে পথে নামতে হবে। বিভিন্ন ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগেরও বিরোধিতা করেন স্বদেশি জাগরণের এক নেতা। বিজেপির এক শীর্ষ সূত্রের অবশ্য দাবি, মোদী জমানায় সঙ্ঘের সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমেই রাস্তা খোঁজা হয়। এতে নতুনত্বের কিছু নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE