স্বরাষ্ট্র মন্ত্রকের স্থায়ী কমিটির বৈঠকেও পশ্চিমবঙ্গের বঞ্চনা নিয়ে সরব হল তৃণমূল। আজ বৈঠকে রাজ্যের শাসক দল দাবি করে, কেন্দ্রের কাছে বিপর্যয় মোকাবিলা খাতে রাজ্যের প্রায় ৫৩,৬৯৬ কোটি টাকা বকেয়া রয়েছে। গত দু’দিন ধরে চলা বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ যাত্রায় পশ্চিমবঙ্গ ছিল না। ফলে রাজ্যের কত বকেয়া রয়েছে, সেই পরিসংখ্যান দিতে ব্যর্থ হন স্বরাষ্ট্র কর্তারা।
আজকের বৈঠকে পশ্চিমবঙ্গ থেকে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য এবং তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। বৈঠকে ওড়িশা, উত্তরাখণ্ডের মতো বিজেপি-শাসিত রাজ্যগুলি জানিয়েছে, বিপর্যয় মোকাবিলা খাতে কেন্দ্রের কাছে তাদের কোন অর্থই বকেয়া নেই। সেখানে ২০১৯ সালের বুলবুল থেকে ২০২৪ সালের ডানা— পরপর ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫৩,৬৯৬ কোটি টাকা। সূত্রের মতে, এর মধ্যে বুলবুল ঝড়ে (৬,৫১৮ কোটি) সবথেকে বেশি অর্থ বকেয়া রয়েছে। ওই বকেয়া ৫৩ হাজার কোটি টাকা কবে পাওয়া যাবে, তা স্বরাষ্ট্র কর্তাদের কাছে জানতে চান তৃণমূল সাংসদ।
কিন্তু আজ আলোচ্যসূচিতে পশ্চিমবঙ্গ না থাকায় রাজ্যের কত বকেয়া রয়েছে, সেই পরিসংখ্যান হাতে ছিল না স্বরাষ্ট্র কর্তাদের। তাই কমিটির চেয়ারম্যান রাধামোহন দাস আগরওয়াল আগামী দশ দিনের মধ্যে স্বরাষ্ট্র কর্তাদের পশ্চিমবঙ্গের বকেয়া অর্থের পরিমাণ জানাতে নির্দেশ দিয়েছেন। ঘরোয়া ভাবে স্বরাষ্ট্র কর্তারা বলছেন, বিপর্যয়ের পরে রাজ্য প্রশাসন ক্ষয়ক্ষতির একটি অঙ্ক পাঠিয়ে থাকে। পরবর্তী ধাপে কেন্দ্রের একটি দল গিয়ে সংশ্লিষ্টরাজ্যের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে কেন্দ্রীয় বরাদ্দ কত হবে, তা ঠিক করে। যার ভিত্তিতে রাজ্যগুলিকে চূড়ান্ত অর্থ দেওয়া হয়। রাজ্য দাবি করা মানেই সেই পরিমাণ অর্থ রাজ্যকে দিতে হবে, বিষয়টি এমন নয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)