ওয়াকফ বিলের পরে এ বার নবরাত্রি ও রামনবমীর সময়ে মাছ, মাংস, ডিমে নিষেধাজ্ঞা নিয়ে বেসুর শোনা গেল এনডিএ জোটের অন্দরে। বিজেপি শাসিত কয়েকটি রাজ্যে নবরাত্রির সময়ে মাছ, মাংস, ডিম বিক্রির উপরে নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। এ দিন সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুললেন এনডিএ জোটের শরিক লোক জনশক্তি পার্টির নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান। তাঁর মতে, ‘‘এ সব ফালতু বিষয়।’’
আজ পটনায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনে এনডিএ শরিকদের বৈঠক হয়। তার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিরাগ বলেন, ‘‘এ সব ফালতু বিষয়। এর কোনও প্রয়োজন নেই। শতাব্দীর পর শতাব্দী ধরে প্রত্যেকটি ধার্মিক মানুষ সৌহার্দ্য বজায় রেখে সাধারণ ভাবে বেঁচে থেকেছেন।’’ তাঁর কথায়, ‘‘কে কোথায় নমাজ পড়বেন, নবরাত্রির সময়ে কোথায় দোকান খোলা থাকবে, এগুলো গুরুত্বহীন বিষয়। অনেকে সমাজে বিভাজন তৈরির চেষ্টা করেন। ধর্ম নিয়ে রাজনৈতিক দলগুলির মন্তব্য না করাই উচিত।’’
মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে নবরাত্রির সময়ে মাছ, মাংস, ডিম বিক্রির উপরে আংশিক নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। রামনবমীতে গোটা উত্তরপ্রদেশেই নিষিদ্ধ করা হয়েছে মাংস বিক্রি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)