বাতিল হতে চলেছে ৫০০ ও ১০০০ টাকার নোট। মঙ্গলবার মধ্যরাত থেকেই এই নিয়ম কার্যকর হবে বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ও বৃহস্পতিবার সব এটিএম বন্ধ থাকবে। ব্যাঙ্ক বন্ধ থাকবে শুধু বুধবার। পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বদলের সময়সীমাও বলে দেওয়া হয়েছে। ১০ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে এই নোট বদল করা যাবে ব্যাঙ্ক ও পোস্ট অফিসে। এ ছাড়া ৯-১০ নভেম্বরের মধ্যে টাকা তোলার উর্ধ্বসীমা হবে ২০০০। পরে সেই উর্ধ্বসীমা বাড়ানো হবে। বাস, ট্রেন ও বিমানের টিকিট কাটার ক্ষেত্রে পুরনো নোটে ছাড় দেওয়া হবে।
• ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা এবং সপ্তাহে ২০ হাজার টাকার বেশি তোলা যাবে না।
• কালোটাকা, দুর্নীতি ও জাল নোট রুখতে এই পদক্ষেপ বলে জানান প্রধানমন্ত্রী।