গাজ়া শান্তি পরিকল্পনাকে স্বাগত জানাল ভারত। আজ নয়াদিল্লিতে ইজ়রায়েলের বিদেশমন্ত্রী গিডিয়ন সা’রের সঙ্গে বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সে দেশের সঙ্গে ‘আস্থা এবং বিশ্বাসের’ সম্পর্কের দিকটি তুলে ধরলেন। ইজ়রায়েলের বিদেশমন্ত্রী রাতে জানিয়েছেন, তিনি জয়শঙ্করকে বলেছেন দিল্লি–তেল আভিভের মধ্যে সরাসরি এয়ার ইন্ডিয়া ফ্লাইট আবার দ্রুত চালু হওয়া উচিত। কারণ, এটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ এবং ‘ভারতের প্রতি ইজ়রায়েলিদের আগ্রহ রয়েছে’।
ভারত-ইজ়রায়েল বৈঠকে প্রতিরক্ষা, উদ্ভাবন, কৃষি এবং সাইবার খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। সা’রকে তাঁর প্রথম সরকারি ভারত সফরে স্বাগত জানিয়ে জয়শঙ্কর বলেন, “আপনাকে এবং আপনার প্রতিনিধি দলকে ভারতে স্বাগত জানাই। বিশেষ করে আপনাকে, কারণ এই মাত্র জানতে পারলাম এটি আপনার প্রথম ভারত সফর। তাই, আপনাকে উষ্ণ অভ্যর্থনা।”
দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতার প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, “ভারত ও ইজ়রায়েলের মধ্যে কৌশলগত অংশীদারি রয়েছে এবং বিশেষ করে আমাদের ক্ষেত্রে এই শব্দটির একটি বাস্তব অর্থ আছে। কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়িয়েছি এবং এমন একটি সম্পর্ক তৈরি করেছি যা অত্যন্ত বিশ্বাস ও নির্ভরযোগ্যতার উপরে দাঁড়িয়ে আছে।” নিরাপত্তার বিষয়ে অভিন্ন উদ্বেগের উপরেও জোর দিয়েছেন জয়শঙ্কর। তিনি বলেন, “দুই দেশই সন্ত্রাসবাদের চ্যালেঞ্জের মুখোমুখি। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতার দৃষ্টিভঙ্গি নিশ্চিত করতে জন্য কাজ করি।” পশ্চিম এশিয়ার পরিস্থিতি সম্পর্কে জয়শঙ্কর বলেন, “ভারত গাজ়া শান্তি পরিকল্পনাকে সমর্থন করে। আশা করে যে এটি একটি স্থায়ী ও দীর্ঘস্থায়ী সমাধানের পথ প্রশস্ত করবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)