বাবা তেহসিন আব্বাসি আকাশবাণী গোরক্ষপুরের প্রোগ্রাম হেড। মা রেহানা ভাটহাট এলাকার জুনিয়র হাইস্কুলের শিক্ষক। ছোট ভাই তামসিল আহমেদ দিল্লিতে বিবিএ করছে। আইএমএস গাজিয়াবাদ থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে বি-টেক পাশ করে বড় মেয়ে সারিয়া আব্বাসি নিশ্চিন্ত চাকরিতে ঢুকেছিলেন। চাকরির ডাক পাচ্ছিলেন বিদেশ থেকেও। কিন্তু মধ্যবিত্ত নিস্তরঙ্গ জীবন তো সারিয়ার বরাবর না-পসন্দ। তাঁর স্বপ্ন জুড়ে শুধুই জলপাই পোশাক আর বুকে-কাঁধে লাগানো তারা, মেডেলের সারি। চাকরি ছেড়ে, সেই অসম্ভব স্বপ্নকেই সম্ভব করে ফেলেছেন সারিয়া। উত্তরপ্রদেশের আকাশবাণী কর্তার মেয়ের কাঁধে এখন অরুণাচলপ্রদেশের চিন সীমান্তে আকাশ রক্ষার ভার!
মেয়েদের জন্য একেই সেনাবাহিনীতে আসন সীমিত। তার মধ্যেও ফিল্ড পোস্টিংয়ের অনুমতি মিলেছে সদ্য। সারিয়া যখন ২০১৫ সালে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেসের ফর্ম জমা দিলেন তখনও বাবা-মার মনে অবিশ্বাস। আসন মাত্র ১২টি। তাই সাফল্য মেলে দু’বারের চেষ্টায়। ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর মায়ের জন্মদিনেই লেফটেন্যান্ট হওয়া সারিয়া এখন ক্যাপ্টেন। অতি-গুরুত্বপূর্ণ তাওয়াং সেক্টরে মোতায়েন আর্মি এয়ার ডিফেন্স রেজিমেন্টের বর্তমান ট্রুপ কম্যান্ডার তিনি।
সারিয়ার ইউনিট দেশের অন্যতম প্রথম এএডি রেজিমেন্ট যাদের হাতে তুলে দেওয়া হয়েছে আধুনিক অবতারে ফেরা কিংবদন্তী এল-৭০ বিমানবিধ্বংসী বন্দুক।