তিন জইশ জঙ্গির খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা। শুক্রবার সকাল থেকেই এই তল্লাশি অভিযান শুরু হয়েছে আবার। বৃহস্পতিবারই সেনার সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়েছে। সেনা সূত্রে খবর, নিহত জঙ্গি পাকিস্তানের। তার নাম হায়দর ওরফে মৌলবি।
সংবাদ সংস্থা পিটিআইকে সেনার এক সূত্র জানিয়েছে, এক জঙ্গিকে নিকেশ করলেও, বাকি তিন জঙ্গি বসন্তগড়ের জঙ্গলে গা- ঢাকা দিয়েছে। জঙ্গিদের খোঁজে ড্রোন, স্নিফার ডগ কাজে লাগানো হয়েছে। বৃহস্পতিবার বসন্তগড়ের বিহালি এলাকায় সেনা এবং পুলিশের যৌথবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামে। দু’পক্ষের গুলির লড়াইয়ে এক পাক জঙ্গির মৃত্যু হয়েছে বলে সেনা সূত্রের খবর।
কাঠুয়ায় আন্তর্জাতিক সীমান্ত হয়ে ভারতে অনুপ্রবেশের জন্য বসন্তগড়ের জঙ্গলকে সম্প্রতি ব্যবহার করছে জঙ্গিরা। বৃহস্পতিবারেও তারা ওই পথে ভারতে অনুপ্রবেশ করেছিল বলে স্থানীয় সূত্রের দাবি। জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়ামাত্রই সেখানে অভিযানে নামে সেনা এবং পুলিশ। কারুর নালাতে লুকিয়ে পড়ে জঙ্গিরা। সেখান থেকে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে তারা।
সেনার হোয়াইট নাইট কোর জানিয়েছে, তাদের গতিবিধি যাতে ধরা না পড়ে, তার জন্য জঙ্গিরা পাহাড়ি রাস্তা এবং জঙ্গল পেরিয়ে বসন্তগড়ে ঢুকেছিল। সন্দেহ করা হচ্ছে, জঙ্গিদের অনুপ্রবেশে সহযোগিতা করেছিলেন স্থানীয়দের কেউ, যাঁরা ‘ওভারগ্রাউন্ড ওয়ার্কার’ হিসাবে জঙ্গিদের হয়ে কাজ করেন। সম্প্রতি পাঁচ জন ‘ওভারগ্রাউন্ড ওয়ার্কার’কে গ্রেফতার করেছে সেনা। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনার পরে অনেক ‘ওভারগ্রাউন্ড ওয়ার্কার’কে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, জইশ জঙ্গিদের এক স্থানীয় ব্যক্তিই সহযোগিতা করছিলেন। সন্দেহ করা হচ্ছে, সম্প্রতি তিনিও পাকিস্তান থেকে ভারতে ফিরেছেন।