Advertisement
E-Paper

করিমগঞ্জে খুন নৈশপ্রহরী

এক মাস ন’দিনের মাথায় ফের খুন হল করিমগঞ্জে। এ বারও ঘটনাস্থল রামকৃষ্ণনগর থানার তুলাকোনা গ্রামে। পুলিশ জানায়, একটি বাজারের নৈশরক্ষী মাকই মিঞাকে (৬৫) খুন করেছে আততায়ী। আজ সকালে তুলাকোনা বাজারে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। রামকৃষ্ণনগরে ফের খুনের ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়। জেলাসদর থেকে ডিএসপি রণবীর শর্মা ঘটনাস্থলে যান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০১৫ ০৩:৫৬

এক মাস ন’দিনের মাথায় ফের খুন হল করিমগঞ্জে। এ বারও ঘটনাস্থল রামকৃষ্ণনগর থানার তুলাকোনা গ্রামে। পুলিশ জানায়, একটি বাজারের নৈশরক্ষী মাকই মিঞাকে (৬৫) খুন করেছে আততায়ী। আজ সকালে তুলাকোনা বাজারে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। রামকৃষ্ণনগরে ফের খুনের ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়। জেলাসদর থেকে ডিএসপি রণবীর শর্মা ঘটনাস্থলে যান। দ্রুত আততায়ীদের গ্রেফতারের আশ্বাসে অবরোধ ওঠে। পুলিশ জানায়, মাকই অত্যন্ত দরিদ্র ছিলেন। রাতে বাজার পাহারা দিয়ে দৈনিক ৫০ টাকা পেতেন। এলাকার কয়েক জনের আশঙ্কা, গত ১২ মে রাতে দলবল নিয়ে তুলাকোনা গ্রামে ডাকাতি করতে এসেছিল কামালউদ্দিন। গণপিটুনিতে তার মৃত্যু হয়। রাত-পাহারার সময় ওই ঘটনা দেখেন মাকই। ডাকাত দলের অন্যদের বিষয়ে তিনি যাতে পুলিশকে কোনও কথা বলতে না পারেন, সে জন্যই তাঁকে খুন করা হল।

পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্রে মাকইয়ের পেট চিরে দিয়েছে দুষ্কৃতীরা। এ দিন সকালে ঘটনাস্থলে স্নিফার-ডগ নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে একটি জলাশয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে যায় কুকুরটি।

করিমগঞ্জ পুলিশের ডিএসপি জানান, তদন্ত চলছে। রামকৃষ্ণনগরের সার্কল অফিসার এ কে ব্রহ্মের কাছে জেলা পরিষদ সদস্য অখিলরঞ্জন তালুকদার, বুদ্ধ দাস, রশিদ আহমদ নিহতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের অনুরোধ জানিয়েছেন।

Karimganj Security guard DSP Ramkrishna Nagar Ranbir Sharma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy