Advertisement
E-Paper

তর্ক প্রধান বিচারপতির সঙ্গে, কোর্টে আর যাবেন না কৌঁসুলি

এজলাসে তাঁর চিৎকার করে সওয়াল করার জেরে ক্ষুব্ধ হয়েছিলেন প্রধান বিচারপতি দীপক মিশ্র। পরেও আইনজীবীদের উদ্দেশ করে কিছু মন্তব্য করেন প্রধান বিচারপতি। এই ঘটনার জেরে শেষ পর্যন্ত আর কোর্টে সওয়াল না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রবীণ আইনজীবী রাজীব ধবন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৭ ০৪:১৯

এজলাসে তাঁর চিৎকার করে সওয়াল করার জেরে ক্ষুব্ধ হয়েছিলেন প্রধান বিচারপতি দীপক মিশ্র। পরেও আইনজীবীদের উদ্দেশ করে কিছু মন্তব্য করেন প্রধান বিচারপতি। এই ঘটনার জেরে শেষ পর্যন্ত আর কোর্টে সওয়াল না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রবীণ আইনজীবী রাজীব ধবন।

সম্প্রতি রাম জন্মভূমি এবং কেন্দ্র বনাম দিল্লি সরকারের মামলার সময়ে ধবন-সহ কয়েক জন প্রবীণ আইনজীবীর চিৎকার চেঁচামেচিতে ক্ষুব্ধ হয় বেঞ্চ। কেন্দ্র বনাম দিল্লি সরকারের মামলায় শুনানি শেষ হওয়ার পরেও কিছু ক্ষণ সওয়াল করতে চেয়েছিলেন ধবন। শেষ পর্যন্ত প্রধান বিচারপতির সঙ্গে কথা কাটাকাটিও হয় তাঁর। পরে অন্য এক শুনানিতে প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘‘চেঁচালে অক্ষমতাই প্রকাশ পায়। সাহসের সঙ্গে সুচিন্তিত সওয়াল করা উচিত। বার অ্যাসোসিয়েশন কৌঁসুলিদের নিয়ন্ত্রণ না করলে আমরা পদক্ষেপ করতে বাধ্য হব।’’ আজ প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে ধবন বলেছেন, ‘‘দিল্লি বনাম কেন্দ্র মামলার লজ্জাজনক সমাপ্তির পরে আমি আদালতে সওয়াল করা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাকে দেওয়া সিনিয়র আইনজীবীর গাউন ফিরিয়ে নেওয়ার অধিকার আপনার আছে। তবে আমি স্মৃতি ও যেটুকু পরিষেবা দিয়েছি তার অংশ হিসেবে গাউনটি রেখে দিতে চাই।’’ প্রধান বিচারপতি আজ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেও ধবন সংক্রান্ত প্রশ্নের উত্তর দেননি।

Supreme Court of India Rajib Dhawan Senior Lawyer রাজীব ধবন CJI remark Practice
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy