Advertisement
১১ মে ২০২৪

ছাগল বাঁচাতে গিয়ে দুর্ঘটনা

জাতীয় সড়কে আচমকা উঠে এসেছিল একটা ছাগল। সেটিকে বাঁচানোর জন্য হুড়মুড়িয়ে ‘ব্রেক’ কষতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা মারে দ্রুতগতির অটোরিকশা। তাতেই জখম হলেন ৭ জন। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আজ এই দুর্ঘটনা ঘটেছে করিমগঞ্জ শহরের কানিশাইলে।

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৫ ০৩:১০
Share: Save:

জাতীয় সড়কে আচমকা উঠে এসেছিল একটা ছাগল। সেটিকে বাঁচানোর জন্য হুড়মুড়িয়ে ‘ব্রেক’ কষতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা মারে দ্রুতগতির অটোরিকশা। তাতেই জখম হলেন ৭ জন। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আজ এই দুর্ঘটনা ঘটেছে করিমগঞ্জ শহরের কানিশাইলে। পুলিশ জানায়, সুপ্রাকান্দি থেকে করিমগঞ্জ জেলাসদরের দিকে আসছিল অটোরিকশাটি। হঠাৎই সেটির সামনে ছাগলটি চলে আসে। ব্রেক কষে অটোটির সামনের চাকা ঘুরিয়ে দেন চালক। ধাক্কা লাগে একটি মোটরসাইকেলে। বাইক-আরোহী রাস্তায় ছিটকে পড়েন। অটোরিকশাও উল্টে যায়। জখম হন সেটির ৬ যাত্রী। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে করিমগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার পর প্রথমে জাতীয় সড়ক অবরোধ করেছিলেন এলাকার বাসিন্দারা। ছাগলের জন্য দুর্ঘটনা ঘটেছে শুনে অবরোধ উঠে যায়।

অন্য দিকে, গত রাতে পেনরোঘর এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে আসাব আলি নামে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও দুই যাত্রী। দুর্ঘটনার পর অটো এবং লরিচালক পালিয়ে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE