Advertisement
২৫ এপ্রিল ২০২৪

দেশপ্রেম ‘কিনেছেন’ ফডণবীস, আক্রমণ শাবানার

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ বিতর্ক মেটাতে দেশপ্রেম কিনে নেওয়া হয়েছে বলে টুইটারে মন্তব্য করলেন শাবানা আজমি। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে তীব্র কটাক্ষ করে তাঁর মন্তব্য, ‘‘মুখ্যমন্ত্রী পরিস্থিতি সামলাতে দালালি করলেন।’’

আক্রমণাত্মক শাবানা।

আক্রমণাত্মক শাবানা।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৬ ০৩:০৪
Share: Save:

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ বিতর্ক মেটাতে দেশপ্রেম কিনে নেওয়া হয়েছে বলে টুইটারে মন্তব্য করলেন শাবানা আজমি। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে তীব্র কটাক্ষ করে তাঁর মন্তব্য, ‘‘মুখ্যমন্ত্রী পরিস্থিতি সামলাতে দালালি করলেন।’’

কর্ণ জোহরের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর সঙ্গে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান যুক্ত থাকায় তার মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে। ভারত-পাক সম্পর্কে উত্তেজনার জেরে ছবিটির বিরোধিতায় নামে রাজ ঠাকরের দল এমএনএস। শেষ পর্যন্ত ছবিটির মুক্তি নিয়ে জটিলতা কাটানোর আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের মধ্যস্থতায় সমস্যা মেটে। পাক অভিনেতাদের নিয়ে আর কাজ না করার প্রতিশ্রুতি দেন কর্ণ। তা ছাড়া সেনা তহবিলে ৫ কোটি টাকাও দিতে রাজি হয়েছেন তিনি। অবশ্য সেই টাকা নিতে নারাজ সেনা।

শাবানার মতে, ফডণবীস আদৌ রাজনাথের আশ্বাস মেনে কাজ করেননি। বরং ৫ কোটি টাকায় দেশপ্রেম ‘‘কেনা হয়েছে’’। বিজেপির উচিত ফডণবীসের বিরুদ্ধে পদক্ষেপ করা। রাজ ঠাকরের দলকেও একহাত নিয়েছেন শাবানা। তাঁর কথায়, ‘‘কে দেশপ্রেমিক তা স্থির করার অধিকার এমএনএসের নেই। আমি ভারতীয় সংবিধানকে সম্মান করি। রাজ ঠাকরে করেন না।’’

‘রইস’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে রয়েছেন পাক অভিনেত্রী মাহিরা খান। পাক অভিনেতাদের নিয়ে বিতর্কের জেরে তাঁরও ওই ছবিতে কাজ করা অনিশ্চিত হয়েছিল। সূত্রের খবর, মাহিরাকে নিয়েই কাজ করবেন ‘রইস’-এর নির্মাতারা। কোনও ‘গোপন’ স্থানে বাকি শ্যুটিং হবে। আবু ধাবিতে সেট তৈরি করেও কাজ হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shabana Azmi Ae Dil Hai Mushkil Devendra Fadnavis
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE