Advertisement
১১ জুন ২০২৪

উদ্ধবকে বোঝাতে মরিয়া অমিত শাহ

শিবসেনা এমন এক শরিক, যারা এনডিএতে থেকেও প্রতিভা পাটিল ও প্রণব মুখোপাধ্যায়ের প্রার্থী হওয়ার সময় উল্টো পথে গিয়েছে। এ বার গোড়া থেকেই আরএসএস প্রধান মোহন ভাগবতকে প্রার্থী করার কথা বলে আসছে তারা। যদিও অমিত শাহ ও ভাগবত তা খারিজ করে দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ জুন ২০১৭ ০৩:৪০
Share: Save:

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ‘বেসুরো’ শিবসেনাকে বোঝাতে এ বার উদ্যোগী হলেন বিজেপি সভাপতি অমিত শাহ। কাল থেকে শুরু হওয়া তিন দিনের মুম্বই সফরের শেষে রবিবার উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে পারেন তিনি।

শিবসেনা এমন এক শরিক, যারা এনডিএতে থেকেও প্রতিভা পাটিল ও প্রণব মুখোপাধ্যায়ের প্রার্থী হওয়ার সময় উল্টো পথে গিয়েছে। এ বার গোড়া থেকেই আরএসএস প্রধান মোহন ভাগবতকে প্রার্থী করার কথা বলে আসছে তারা। যদিও অমিত শাহ ও ভাগবত তা খারিজ করে দিয়েছেন। মহারাষ্ট্রে কৃষক সঙ্কট থেকে শুরু করে নানা বিষয়ে রোজই দুই শরিকের বিবাদ লেগে থাকে। রাষ্ট্রপতি ভোটেও ‘পৃথক যাত্রা’র হুমকি দিয়েছে শিবসেনা। এই পরিস্থিতিতে উদ্ধবকে মানাতে উদ্যোগী অমিত। কাল তিনি যাচ্ছেন শিবাজি পার্কে, বালাসাহেবের স্মারকে পুষ্পাঞ্জলি দিতে।

বিরোধীরা এ বারও শিবসেনাকে পাশে পেতে চাইছে। বিরোধী শিবিরের এক নেতার মতে, বিজেপি রাষ্ট্রপতি পদে সুষমা স্বরাজের নাম প্রস্তাব করলে শিবসেনা রাজি হতে বাধ্য। কারণ, বালাসাহেব নরেন্দ্র মোদীর বদলে সুষমাকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিলেন। সুষমার নামে সনিয়া গাঁধী কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়দেরও বিরোধ করা মুশকিল হবে। এমনকী পরমাণু বিজ্ঞানী অনিল কাকোদকরের নাম আনলেও শিবসেনা সরকারের সঙ্গে থাকবে। এই মরাঠি বিজ্ঞানী গো-ইস্যু ও নোট বাতিলেও মোদীর পাশে ছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বিজয় ভাটকরের নাম নিয়েও জল্পনা রয়েছে।

বিজেপির সঙ্গে সংখ্যা থাকলেও আপাতত রাষ্ট্রপতি নির্বাচনে ঐকমত্য গড়ারই চেষ্টা হচ্ছে। কাল সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করবেন রাজনাথ সিংহ ও বেঙ্কাইয়া নায়ডু। ইয়েচুরির সঙ্গেও তাঁদের বৈঠক হবে। আজ বেঙ্কাইয়া কথা বলেন শরদ পওয়ারের সঙ্গে। চন্দ্রবাবু নায়ডুর সঙ্গেও বিজেপি নেতাদের কথা হয়েছে। পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE