Advertisement
২৭ জুলাই ২০২৪
PM Modi 3.0 Cabinet list

এনডিএ সরকারের তৃতীয় দফায় কে কোন মন্ত্রক সামলাবেন? মোদী নিজের হাতে কোন দায়িত্ব রাখলেন?

৭১ জন মন্ত্রীর হাতে মন্ত্রক বণ্টন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ণমন্ত্রীর সংখ্যা ৩০। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন পাঁচ জন। কে কোন মন্ত্রক পেলেন?

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ জুন ২০২৪ ২১:১৭
Share: Save:
০১ ৩৯
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রবিবার রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে শপথ নিয়েছিলেন ৭১ জন কেন্দ্রীয় মন্ত্রী। তার পর থেকেই শুরু হয় জল্পনা, কাকে কোন মন্ত্রক দেওয়া হবে? সোমবার সন্ধ্যা হতেই স্পষ্ট হল। ৭১ জন মন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মোদী। তার পরেই কাকে কোন মন্ত্রক দেওয়া হয়েছে, তার তালিকা প্রকাশিত হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রবিবার রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে শপথ নিয়েছিলেন ৭১ জন কেন্দ্রীয় মন্ত্রী। তার পর থেকেই শুরু হয় জল্পনা, কাকে কোন মন্ত্রক দেওয়া হবে? সোমবার সন্ধ্যা হতেই স্পষ্ট হল। ৭১ জন মন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মোদী। তার পরেই কাকে কোন মন্ত্রক দেওয়া হয়েছে, তার তালিকা প্রকাশিত হয়।

০২ ৩৯
প্রধানমন্ত্রীর হাতে থাকছে কর্মিবর্গ, জনঅভিযোগ, পেনশন মন্ত্রক। পাশাপাশি, পারমাণবিক শক্তি, মহাকাশ বিভাগ মন্ত্রকও থাকছে মোদীর হাতে।

প্রধানমন্ত্রীর হাতে থাকছে কর্মিবর্গ, জনঅভিযোগ, পেনশন মন্ত্রক। পাশাপাশি, পারমাণবিক শক্তি, মহাকাশ বিভাগ মন্ত্রকও থাকছে মোদীর হাতে।

০৩ ৩৯
রবিবার মোদীর পরেই শপথ নেন রাজনাথ সিংহ। উত্তরপ্রদেশের লখনউ থেকে জয়ী হয়েছেন তিনি। গত বারের মতো এই দফাতেও তিনি পেলেন প্রতিরক্ষা মন্ত্রক।

রবিবার মোদীর পরেই শপথ নেন রাজনাথ সিংহ। উত্তরপ্রদেশের লখনউ থেকে জয়ী হয়েছেন তিনি। গত বারের মতো এই দফাতেও তিনি পেলেন প্রতিরক্ষা মন্ত্রক।

০৪ ৩৯
রাজনাথের পর শপথ নিয়েছিলেন অমিত শাহ। তিনি গুজরাতের গান্ধীনগর থেকে জয়ী হয়েছেন। এনডিএ সরকারের দ্বিতীয় দফার মতো তৃতীয় দফাতেও তিনি পেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সহযোগিতা মন্ত্রকও তাঁর হাতে।

রাজনাথের পর শপথ নিয়েছিলেন অমিত শাহ। তিনি গুজরাতের গান্ধীনগর থেকে জয়ী হয়েছেন। এনডিএ সরকারের দ্বিতীয় দফার মতো তৃতীয় দফাতেও তিনি পেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সহযোগিতা মন্ত্রকও তাঁর হাতে।

০৫ ৩৯
নিতিন গডকড়ীরও মন্ত্রকের বদল হয়নি। তৃতীয় দফাতেও কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক থাকছে তাঁর হাতে।

নিতিন গডকড়ীরও মন্ত্রকের বদল হয়নি। তৃতীয় দফাতেও কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক থাকছে তাঁর হাতে।

০৬ ৩৯
বিজেপি সভাপতি জেপি নড্ডা রবিবার মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তিনি রাজ্যসভার সাংসদ। তিনি হচ্ছেন দেশের নতুন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণমন্ত্রী। জৈবসার এবং রাসায়নিক মন্ত্রকও থাকছে তাঁর হাতে।

বিজেপি সভাপতি জেপি নড্ডা রবিবার মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তিনি রাজ্যসভার সাংসদ। তিনি হচ্ছেন দেশের নতুন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণমন্ত্রী। জৈবসার এবং রাসায়নিক মন্ত্রকও থাকছে তাঁর হাতে।

০৭ ৩৯
মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক পেয়েছেন। পাশাপাশি, গ্রামোন্নয়ন মন্ত্রকও রয়েছে তাঁর হাতে। তিনি বিদিশা লোকসভা আসন থেকে জয়ী হয়েছেন।

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক পেয়েছেন। পাশাপাশি, গ্রামোন্নয়ন মন্ত্রকও রয়েছে তাঁর হাতে। তিনি বিদিশা লোকসভা আসন থেকে জয়ী হয়েছেন।

০৮ ৩৯
নির্মলা সীতারামন এনডিএ সরকারের তৃতীয় দফাতেও থাকছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কর্পোরেট বিষয়ক মন্ত্রকও থাকছে তাঁর হাতে। তিনি রাজ্যসভার সাংসদ। লোকসভা ভোটে লড়েননি।

নির্মলা সীতারামন এনডিএ সরকারের তৃতীয় দফাতেও থাকছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কর্পোরেট বিষয়ক মন্ত্রকও থাকছে তাঁর হাতে। তিনি রাজ্যসভার সাংসদ। লোকসভা ভোটে লড়েননি।

০৯ ৩৯
এস জয়শঙ্করের হাতে থাকছে বিদেশ মন্ত্রক। প্রাক্তন এই আমলা রাজ্যসভার সাংসদ।

এস জয়শঙ্করের হাতে থাকছে বিদেশ মন্ত্রক। প্রাক্তন এই আমলা রাজ্যসভার সাংসদ।

১০ ৩৯
হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর পেলেন বিদ্যুৎ এবং নগরোন্নয়ন মন্ত্রক। হরিয়ানার করনাল লোকসভা আসন থেকে জয়ী হয়েছেন তিনি।

হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর পেলেন বিদ্যুৎ এবং নগরোন্নয়ন মন্ত্রক। হরিয়ানার করনাল লোকসভা আসন থেকে জয়ী হয়েছেন তিনি।

১১ ৩৯
জেডিএস নেতা এইচডি কুমারস্বামী কর্নাটকের মাণ্ড্য আসন থেকে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন কেন্দ্রীয় ভারী শিল্প এবং ইস্পাত মন্ত্রক।

জেডিএস নেতা এইচডি কুমারস্বামী কর্নাটকের মাণ্ড্য আসন থেকে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন কেন্দ্রীয় ভারী শিল্প এবং ইস্পাত মন্ত্রক।

১২ ৩৯
পীযূষ গয়াল পেয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রক। মুম্বই উত্তর লোকসভা আসন থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন তিনি।

পীযূষ গয়াল পেয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রক। মুম্বই উত্তর লোকসভা আসন থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন তিনি।

১৩ ৩৯
ধর্মেন্দ্র প্রধান পেলেন শিক্ষা মন্ত্রক। তিনি ওড়িশার সম্বলপুর লোকসভা আসনে লড়ে জয়ী হয়েছেন।

ধর্মেন্দ্র প্রধান পেলেন শিক্ষা মন্ত্রক। তিনি ওড়িশার সম্বলপুর লোকসভা আসনে লড়ে জয়ী হয়েছেন।

১৪ ৩৯
এইচএএম নেতা জিতনরাম মাঝিঁ পেয়েছেন ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্প মন্ত্রক। বিহারের গয়া লোকসভা আসন থেকে জয়ী তিনি।

এইচএএম নেতা জিতনরাম মাঝিঁ পেয়েছেন ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্প মন্ত্রক। বিহারের গয়া লোকসভা আসন থেকে জয়ী তিনি।

১৫ ৩৯
রাজীবরঞ্জন (লালন) সিংহ পেলেন পঞ্চায়েতি রাজ, মৎস্য, পশুপালন, ডেয়ারি মন্ত্রক। বিহারের মুঙ্গের থেকে জেডিইউয়ের টিকিটে তিনি জয়ী।

রাজীবরঞ্জন (লালন) সিংহ পেলেন পঞ্চায়েতি রাজ, মৎস্য, পশুপালন, ডেয়ারি মন্ত্রক। বিহারের মুঙ্গের থেকে জেডিইউয়ের টিকিটে তিনি জয়ী।

১৬ ৩৯
সর্বানন্দ সোনোয়াল পেয়েছেন জাহাজ, বন্দর এবং জলপথ মন্ত্রক। তিনি অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

সর্বানন্দ সোনোয়াল পেয়েছেন জাহাজ, বন্দর এবং জলপথ মন্ত্রক। তিনি অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

১৭ ৩৯
টিডিপি সাংসদ কিঞ্জারাপু রামমোহন নায়ডু পেয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক।

টিডিপি সাংসদ কিঞ্জারাপু রামমোহন নায়ডু পেয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক।

১৮ ৩৯
বীরেন্দ্র কুমার পেয়েছেন সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রক। মধ্যপ্রদেশের টিকমগড়ের সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি।

বীরেন্দ্র কুমার পেয়েছেন সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রক। মধ্যপ্রদেশের টিকমগড়ের সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি।

১৯ ৩৯
জুয়েল ওরাওঁ পেলেন কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রক।

জুয়েল ওরাওঁ পেলেন কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রক।

২০ ৩৯
বিজেপি সাংসদ প্রহ্লাদ জোশী পেয়েছেন ক্রেতা সুরক্ষা, খাদ্য, জনবণ্টন মন্ত্রক। পাশাপাশি, পুনর্ব্যবহারযোগ্য শক্তি মন্ত্রকও পেয়েছেন তিনি।

বিজেপি সাংসদ প্রহ্লাদ জোশী পেয়েছেন ক্রেতা সুরক্ষা, খাদ্য, জনবণ্টন মন্ত্রক। পাশাপাশি, পুনর্ব্যবহারযোগ্য শক্তি মন্ত্রকও পেয়েছেন তিনি।

২১ ৩৯
রেল মন্ত্রক তৃতীয় দফাতেও থাকছে অশ্বিনী বৈষ্ণবের হাতে। সেই সঙ্গে তাঁর কাছে রয়ে গেল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। পাশাপাশি, তথ্য প্রযুক্তি এবং বৈদ্যুতিন মন্ত্রকও থাকছে তাঁর হাতে।

রেল মন্ত্রক তৃতীয় দফাতেও থাকছে অশ্বিনী বৈষ্ণবের হাতে। সেই সঙ্গে তাঁর কাছে রয়ে গেল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। পাশাপাশি, তথ্য প্রযুক্তি এবং বৈদ্যুতিন মন্ত্রকও থাকছে তাঁর হাতে।

২২ ৩৯
বস্ত্র মন্ত্রক পেলেন গিরিরাজ সিংহ। বিহারের বেগুসরাইয়ের সাংসদ তিনি।

বস্ত্র মন্ত্রক পেলেন গিরিরাজ সিংহ। বিহারের বেগুসরাইয়ের সাংসদ তিনি।

২৩ ৩৯
জ্যোতিরাদিত্য শিন্ডের দায়িত্বে টেলি যোগাযোগ মন্ত্রক এবং উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রক। এর আগে তিনি ছিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দায়িত্বে।

জ্যোতিরাদিত্য শিন্ডের দায়িত্বে টেলি যোগাযোগ মন্ত্রক এবং উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রক। এর আগে তিনি ছিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দায়িত্বে।

২৪ ৩৯
ভূপেন্দ্র যাদব পেলেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রকের দায়িত্ব।

ভূপেন্দ্র যাদব পেলেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রকের দায়িত্ব।

২৫ ৩৯
গজেন্দ্র সিংহ শেখাওয়াত পেয়েছেন সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রক। যোধপুরের সাংসদ তিনি।

গজেন্দ্র সিংহ শেখাওয়াত পেয়েছেন সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রক। যোধপুরের সাংসদ তিনি।

২৬ ৩৯
অন্নপূর্ণা দেবী পেলেন মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রক। ঝাড়খণ্ডের কোডারমার সাংসদ তিনি।

অন্নপূর্ণা দেবী পেলেন মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রক। ঝাড়খণ্ডের কোডারমার সাংসদ তিনি।

২৭ ৩৯
কিরেণ রিজিজু পেলেন সংসদ বিষয়ক মন্ত্রক, সংখ্যালঘু মন্ত্রক। মোদীর আগের মন্ত্রিসভায় আইনমন্ত্রী ছিলেন তিনি।

কিরেণ রিজিজু পেলেন সংসদ বিষয়ক মন্ত্রক, সংখ্যালঘু মন্ত্রক। মোদীর আগের মন্ত্রিসভায় আইনমন্ত্রী ছিলেন তিনি।

২৮ ৩৯
মনসুখ মাণ্ডবীয় পেলেন ক্রীড়ামন্ত্রক। একই সঙ্গে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রকের দায়িত্বও দেওয়া হয়েছে তাঁকে।

মনসুখ মাণ্ডবীয় পেলেন ক্রীড়ামন্ত্রক। একই সঙ্গে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রকের দায়িত্বও দেওয়া হয়েছে তাঁকে।

২৯ ৩৯
হরদীপ সিংহ পুরী পেলেন পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক।

হরদীপ সিংহ পুরী পেলেন পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক।

৩০ ৩৯
জি কিষাণ রেড্ডি পেলেন কয়লা এবং খনি মন্ত্রক। সেকেন্দরাবাদের সাংসদ তিনি।

জি কিষাণ রেড্ডি পেলেন কয়লা এবং খনি মন্ত্রক। সেকেন্দরাবাদের সাংসদ তিনি।

৩১ ৩৯
এলজেপি-আরভি সাংসদ চিরাগ পাসোয়ান পেলেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক।

এলজেপি-আরভি সাংসদ চিরাগ পাসোয়ান পেলেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক।

৩২ ৩৯
সিআর পাটিল পেলেন জলশক্তি মন্ত্রক। গুজরাতের নভসারির সাংসদ তিনি।

সিআর পাটিল পেলেন জলশক্তি মন্ত্রক। গুজরাতের নভসারির সাংসদ তিনি।

৩৩ ৩৯
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন পাঁচ জন। রাও ইন্দরজিৎ সিংহ পেয়েছেন পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ণ মন্ত্রক, পরিকল্পনা মন্ত্রক (স্বাধীন দায়িত্ব)। পাশাপাশি, সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব)তিনি।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন পাঁচ জন। রাও ইন্দরজিৎ সিংহ পেয়েছেন পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ণ মন্ত্রক, পরিকল্পনা মন্ত্রক (স্বাধীন দায়িত্ব)। পাশাপাশি, সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব)তিনি।

৩৪ ৩৯
জিতেন্দ্র সিংহ পেয়েছেন বিজ্ঞান এবং প্রযুক্তি প্রতিমন্ত্রক (স্বাধীন দায়িত্ব), ভূবিজ্ঞান মন্ত্রক (স্বাধীন দায়িত্ব)। পাশাপাশি, তিনি প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী। সেই সঙ্গে তিনি কর্মিবর্গ, জনঅভিযোগ, পেনশন, পারমাণবিক শক্তি, মহাকাশ বিভাগের প্রতিমন্ত্রী।

জিতেন্দ্র সিংহ পেয়েছেন বিজ্ঞান এবং প্রযুক্তি প্রতিমন্ত্রক (স্বাধীন দায়িত্ব), ভূবিজ্ঞান মন্ত্রক (স্বাধীন দায়িত্ব)। পাশাপাশি, তিনি প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী। সেই সঙ্গে তিনি কর্মিবর্গ, জনঅভিযোগ, পেনশন, পারমাণবিক শক্তি, মহাকাশ বিভাগের প্রতিমন্ত্রী।

৩৫ ৩৯
আইন এবং ন্যায় মন্ত্রকের (স্বাধীন দায়িত্ব) প্রতিমন্ত্রী হয়েছেন অর্জুনরাম মেঘওয়াল। সংসদীয় বিষয়ক মন্ত্রকেরও প্রতিমন্ত্রী তিনি।

আইন এবং ন্যায় মন্ত্রকের (স্বাধীন দায়িত্ব) প্রতিমন্ত্রী হয়েছেন অর্জুনরাম মেঘওয়াল। সংসদীয় বিষয়ক মন্ত্রকেরও প্রতিমন্ত্রী তিনি।

৩৬ ৩৯
যাদবপ্রতাপ রাও গণপৎ রাও পেয়েছেন আয়ুষ মন্ত্রক (স্বাধীন দায়িত্ব)। পাশাপাশি, তিনি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকেরও প্রতিমন্ত্রী। তিনি শিবসেনার সাংসদ।

যাদবপ্রতাপ রাও গণপৎ রাও পেয়েছেন আয়ুষ মন্ত্রক (স্বাধীন দায়িত্ব)। পাশাপাশি, তিনি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকেরও প্রতিমন্ত্রী। তিনি শিবসেনার সাংসদ।

৩৭ ৩৯
জয়ন্ত চৌধরি পেয়েছেন কর্মদক্ষতা এবং উদ্যোগ মন্ত্রক(স্বাধীন দায়িত্ব)। পাশাপাশি, তিনি শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী।

জয়ন্ত চৌধরি পেয়েছেন কর্মদক্ষতা এবং উদ্যোগ মন্ত্রক(স্বাধীন দায়িত্ব)। পাশাপাশি, তিনি শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী।

৩৮ ৩৯
এনডিএ সরকারের তৃতীয় দফায় প্রতিমন্ত্রী হয়েছেন ৩৬ জন। বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর হয়েছেন বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রকের প্রতিমন্ত্রী।

এনডিএ সরকারের তৃতীয় দফায় প্রতিমন্ত্রী হয়েছেন ৩৬ জন। বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর হয়েছেন বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রকের প্রতিমন্ত্রী।

৩৯ ৩৯
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হয়েছেন শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী। পাশাপাশি, উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকেরও প্রতিমন্ত্রী হয়েছেন বালুরঘাটের সাংসদ। ছবি: ভিডিয়ো থেকে, সংগৃহীত, পিটিআই।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হয়েছেন শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী। পাশাপাশি, উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকেরও প্রতিমন্ত্রী হয়েছেন বালুরঘাটের সাংসদ। ছবি: ভিডিয়ো থেকে, সংগৃহীত, পিটিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE