Advertisement
১৮ এপ্রিল ২০২৪

মুলায়মের পর এ বার সরব শিবপাল, ফের মেঘ ঘনাচ্ছে সপা-য়

দলের সভাপতি পদ অখিলেশ যাদবের হাত থেকে ছিনিয়ে নিতে ফের মুষলপর্ব শুরু হল সমাজবাদী পার্টিতে। গত কাল অখিলেশের বিরুদ্ধে মুখ খুলেছিলেন বাবা মুলায়ম। আজ সপা-র ‘নেতাজি’র সঙ্গে সঙ্গে গলা মেলালেন তাঁর ভাই শিবপাল যাদব।

শিবপাল যাদব

শিবপাল যাদব

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ০৪:১৪
Share: Save:

দলের সভাপতি পদ অখিলেশ যাদবের হাত থেকে ছিনিয়ে নিতে ফের মুষলপর্ব শুরু হল সমাজবাদী পার্টিতে। গত কাল অখিলেশের বিরুদ্ধে মুখ খুলেছিলেন বাবা মুলায়ম। আজ সপা-র ‘নেতাজি’র সঙ্গে সঙ্গে গলা মেলালেন তাঁর ভাই শিবপাল যাদব।

সেপ্টেম্বরের ৩০ তারিখে দলের বৈঠকেই পরবর্তী সভাপতি ঠিক হওয়ার কথা। ভোটের আগে অখিলেশ কথা দিয়েছিলেন, জিতে বাবার হাতে ফিরিয়ে দেবেন সভাপতি পদ। কিন্তু ভোটেও জেতেননি, আর এখন সেই পদ ফেরতও দিতে চাইছেন না অখিলেশ। বরং দলের রাশ নিজের হাতে রেখে সব সিদ্ধান্ত নিজেই নিচ্ছেন। এই অবস্থায় ভোটের সময়ে নরেন্দ্র মোদীর মন্তব্যের রেশ টেনে গত কালই মুলায়ম বলেন, ‘‘প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন। যে ছেলে বাবার আপন হতে পারে না, তাকে মানুষ কেন শ্রদ্ধা করবে?’’ তার পর আজ অখিলেশের কাকা শিবপাল বলেছেন, ‘‘আমি নেতাজির পাশে আছি। যিনি নিজের বাবা-মাকে শ্রদ্ধা করেন না, তিনি জীবনে উন্নতি করতে পারেন না।’’

সমাজবাদী পার্টি সূত্র জানাচ্ছে, নতুন সভাপতিকে সদস্যরাই বেছে নেবেন। নিয়মমাফিক সেটাই হওয়ার কথা। কিন্তু অখিলেশ চাইছেন, তাঁর নামেই সিলমোহর বসান সকলে। সে জন্য দলের নেতা-বিধায়ক-সাংসদদেরও বার্তা দিচ্ছেন তিনি। ভোটের আগে প্রায় আড়াআড়ি ভাগ হতে বসেছিল সপা। এক দিকে অখিলেশ এবং মুলায়মের তুতো ভাই রামগোপাল। অন্য দিকে মুলায়ম, শিবপাল, অমর সিংহ। শোনা যায়, নেপথ্যে কলকাঠি নাড়ছিলেন অখিলেশের বিমাতা সাধনাও। যাঁকে বলা হচ্ছিল ‘বিজেপির অস্ত্র’, সেই অমরকে দল থেকে বহিষ্কার করেন অখিলেশ। শিবপালকে প্রথমে মন্ত্রিসভা থেকে সরান, তার পর দলের শীর্ষ পদ থেকে। বিধানসভা ভোটে অবশ্য জিতেছেন শিবপাল। এ দিকে, ভোটে না লড়লেও রাজ্যে হার হয়েছে অখিলেশের।

আরও পড়ুন: টেররিজম না ট্যুরিজম, পথ বাছো কাশ্মীর: প্রধানমন্ত্রী

কাজেই মুলায়ম মুখ খোলার পরে শিবপালের ফের সক্রিয় হয়ে ওঠা অস্বাভাবিক লাগছে না অনেকেরই। যোগী আদিত্যনাথের শপথ মঞ্চেই মোদীর সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা দিয়েছিলেন মুলায়ম। অখিলেশের সৎ ভাই প্রতীক ও তাঁর স্ত্রী অপর্ণাও যোগীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন। লোকসভার আগে বিরোধীদের মধ্যে যখন মোদীর বিরুদ্ধে একজোট হওয়ার চেষ্টা দেখা যাচ্ছে, সেই সময় সমাজবাদী পার্টিতে ভাঙন হলে বিজেপিরই লাভ। আজই অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন সপা-র প্রাক্তন মুখপাত্র গৌরব ভট্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shivpal Yadav Mulayam Singh Yadav Akhilesh Yadav
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE