Advertisement
E-Paper

বরাক বিচিত্রা

১৪ জুন-আর্য সংস্কৃতি বোধনী সমিতির আয়োজনে একক নৃত্য প্রতিযোগিতা, সকাল ১০টা, একক সঙ্গীত প্রতিযোগিতা বেলা সাড়ে ১২টা, কবি-স্মরণ সন্ধ্যা সাড়ে ৬টা, গাঁধীভবন। হৃদরোগ পরীক্ষা শিবির, রোটারি ক্লাব ভবন, সকাল ৮টা।

শেষ আপডেট: ১৪ জুন ২০১৫ ০৩:০৫

কাছাড়

১৪ জুন-আর্য সংস্কৃতি বোধনী সমিতির আয়োজনে একক নৃত্য প্রতিযোগিতা, সকাল ১০টা, একক সঙ্গীত প্রতিযোগিতা বেলা সাড়ে ১২টা, কবি-স্মরণ সন্ধ্যা সাড়ে ৬টা, গাঁধীভবন। হৃদরোগ পরীক্ষা শিবির, রোটারি ক্লাব ভবন, সকাল ৮টা। সমকালের মাসিক অনুষ্ঠান ‘প্রয়াস’, প্রেমতলা জননী অ্যাপার্টমেন্ট, সন্ধ্যা সাড়ে ৬টা। নজরুল স্মরণে অঙ্কন প্রতিযোগিতা, অভয়াচরণ পাঠশালা, সকাল ১০টা। পশ্চিম কাটিগড়ার মাধ্যমিক উত্তীর্ণদের সংবর্ধনা, দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থা কার্যালয়, সকাল ১১টা। এনআরসি নিয়ে বরাক হিউম্যান রাইটস সোসাইটির বিশেষ সভা, মহিলা মহাবিদ্যালয়, বেলা সাড়ে ১১টা। বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস পালন, গোলদীঘি মল, সকাল সাড়ে ১০টা। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস পালন, প্যাথলজি সেমিনার হল, সকাল ১১টা। সুরবাহার মিউজিক অর্গানাইজেশনের নজরুল-সুকান্ত সন্ধ্যা, শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সাড়ে ৫টা। পিঅ্যান্ডটি পেনসনার্স সংস্থার সভা, পোস্টাল রিক্রিয়েশন ক্লাব, সকাল ১১টা। ১৫ জুন–ফুটবল প্রতিযোগিতার সেমি ফাইনাল, উত্তর ধনেহরি। ১৯ জুন–বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে ‘দলছুট’ আয়োজিত গানের আড্ডা, গোলদীঘি মলের বাতায়ন, বিকেল ৪টা। ২০ জুন–বিশ্ব সঙ্গীত দিবস পালনের দ্বিতীয় দিনে গানের খেলাঘর, সন্ধ্যা সাড়ে ৬টা, গানের ট্রায়াঙ্গল, রাত ৮টা, জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহ। বিশ্ব যোগ দিবস উপলক্ষে আলোচনা চক্র, রামনগর আইএসবিটি-র সিআরপি ক্যাম্পে, সকাল ৯টা। নজরুল স্মরণ অনুষ্ঠানে আবৃত্তি প্রতিযোগিতা, বেলা ২টো, সঙ্গীত প্রতিযোগিতা, বিকেল ৩টা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৫টা, গাঁধীভবন।

হাইলাকান্দি

১৪ জুন–বিশ্ব রক্তদাতা দিবসে ৫০৫ রক্তদাতাকে সংবর্ধনা, সাগ্নিকের সভাকক্ষে। শহিদুল আলম চৌধুরী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল, জানকীবাজার। ১৭ জুন–ইদ মিলনোত্সব উপলক্ষে ছাত্রছাত্রীদের প্রতিযোগিতা, লালা শেফালিকা রায় স্মৃতি মাতৃভাষা আদর্শ বিদ্যাপীঠ, বেলা ১২টা।

করিমগঞ্জ

১৪ জুন–এমই টেট শিক্ষকদের সভা, ব্যাবিলন হাই স্কুল, সকাল ১১টা। বিশ্ব রক্তদাতা দিবসে রক্তদান শিবির, রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়। হজ প্রশিক্ষণ, বদরপুর দেওরাইল টাইটাল মাদ্রাসা। ১৫ জুন–নীলমণি হায়ার সেকেন্ডারি স্কুলের শতবর্ষ উপলক্ষে নাগরিক সভা, রাধাকৃষ্ণ বিবাহ বাসর, সকাল ১১টা। হজ প্রশিক্ষণ, পাথারকান্দি পাবলিক হল। ২০ জুন–অনূর্ধ্ব ১৩ স্কুল ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন, দুল্লভছড়া চামটিলার মাঠ।

Barak Valley Short stories hailakandi karimganj
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy