ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতির জন্য আমেরিকাকে ধন্যবাদ দেওয়া উচিত? প্রশ্ন করা হয়েছিল এস জয়শঙ্করকে। ভারতের বিদেশমন্ত্রীর জবাব: ধন্যবাদ প্রাপ্য ভারতীয় সেনার! তাদের জন্যই পাকিস্তান বাধ্য হয়েছে ভারতের সঙ্গে যোগাযোগ করতে। সংঘর্ষবিরতি চেয়ে তারাই অনুরোধ করেছে।
আমেরিকার মধ্যস্থতায় ভারত-পাক সংঘর্ষবিরতি হয়েছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও নয়াদিল্লি সে কথা প্রকাশ্যে কখনওই স্বীকার করেনি। আবার উড়িয়েও দেয়নি প্রকাশ্যে। নয়াদিল্লির বক্তব্য, ভারত ও পাকিস্তান দুই দেশে নিজেদের মধ্যে আলোচনার পরেই সংঘর্ষবিরতির সিদ্ধান্ত হয়েছে। এই পরিস্থিতিতে জার্মানির একটি সংবাদপত্রকে সাক্ষাৎকার দেওয়ার সময় বিদেশমন্ত্রী জয়শঙ্করকে প্রশ্ন করা হয়েছিল, সংঘর্ষবিরতির জন্য কি আমেরিকাকে ধন্যবাদ জানানো উচিত গোটা বিশ্বের?
জবাবে বিদেশমন্ত্রী বলেন, ‘‘দু’দেশের সেনার মধ্যে সরাসরি কথা হয়েছিল। তার পরেই সংঘর্ষবিরতির সিদ্ধান্ত হয়। সংঘর্ষবিরতির আগের দিন সকালে আমরা পাকিস্তানের মূল বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিলাম। ওদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও নিষ্ক্রিয় করেছি। তো এই সংঘর্ষবিরতির জন্য কাকে ধন্যবাদ জানাব আমি? আমি ধন্যবাদ জানাব আমাদের সেনাকে।’’ জয়শঙ্করের সংযোজন, সংঘর্ষবিরতি চেয়ে পাকিস্তান আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। পাকিস্তানই বলেছিল যে, ওরা থামতে প্রস্তুত।’’
জম্মু-কাশ্মীরের পহেলগাওঁয়ে জঙ্গি হামলার পরে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে হামলা চালিয়ে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। ভারতীয় সেনার সেই অপারেশন সিঁদুরের পর পাকিস্তানেও ভারতের উপর হামলা চালানোর চেষ্টা করে। ভারতীয় সেনা জানিয়েছিল, পাকিস্তানের হামলা প্রতিহত করা হয়েছে। ভারতও পাল্টা আঘাত হেনেছে। দিন তিনেক ধরে ওই সংঘর্ষের পর গত ১০ মে দু’পক্ষের মধ্যে সংঘর্ষবিরতির চুক্তি হয়। আপাতত তা-ই বহাল রয়েছে।