Advertisement
E-Paper

সিকিমের তরুণীকে হেনস্থা, মারধর দিল্লিতে! হাত দেওয়া হয় যৌনাঙ্গেও, বিচার না পেলে গায়ে আগুন দেওয়ার হুমকি

সিকিমের বাসিন্দা ওই তরুণী দিল্লিতে এক জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। সেখানে একদল যুবক তাঁকে হেনস্থা করেন বলে অভিযোগ। পার্টির মেজাজ নষ্ট করার ‘অপরাধে’ তাঁকে বেধড়ক মারধর করা হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ১২:১৪
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

সিকিমের বাসিন্দা এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল খোদ দেশের রাজধানী দিল্লিতে! অভিযোগ, জন্মদিনের পার্টিতে তাঁকে মারধর করেছেন একদল যুবক। শুধু তা-ই নয়, কিল, ঘুষি মারার পাশাপাশি তাঁর যৌনাঙ্গেও হাত দেওয়া হয়। এর পরেই দিল্লির সফদরজং থানায় ওই যুবকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। বিচার না পেলে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিকিমের বাসিন্দা ওই তরুণী দিল্লিতে এক জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। সেখানে একদল যুবক তাঁকে হেনস্থা করেন বলে অভিযোগ। পার্টির মেজাজ নষ্ট করার ‘অপরাধে’ তাঁকে বেধড়ক মারধর করা হয়। কিল, ঘুষি মারার পাশাপাশি এক যুবক তাঁর যৌনাঙ্গেও হাত দেন বলে অভিযোগ। এর পরেই সফদরজং থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। থানায় বসে তিনি একটি ভিডিয়োও রেকর্ড করেন (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় তরুণীকে বলতে শোনা গিয়েছে, ‘‘যা ভুল, তার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম। আমার কি চুপ করে থাকা উচিত ছিল? ওরা আমায় প্রচণ্ড মারধর করেছে। এমনকি, ‌এক জন এসে আমার যৌনাঙ্গে হাত দেন। আমি বিচার চাই। বিচার না পেলে আমি ওই রেস্তরাঁর সামনেই গায়ে আগুন দেব, যেখানে আমাকে যৌন হেনস্থা করা হয়েছে।’’

তরুণীর দাবি, অভিযোগ করা সত্ত্বেও প্রথমে অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি পুলিশ। অন্য দিকে, উত্তর-পূর্ব ভারতের ওই তরুণীর অভিযোগ প্রকাশ্যে আসতেই বিস্তর সমালোচনা শুরু হয়েছে নানা মহলে। প্রতিক্রিয়া জানিয়েছেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত। তিনি বলেন, ‘‘ভিডিয়োটি দেখে কয়েক জন আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। পরে দিল্লি পুলিশের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পারি, আপাতত উভয় পক্ষ পারস্পরিক ভাবে নিজেদের মধ্যে মিটমাট করে নিয়েছে। পুলিশকর্তারা ওই তরুণীকে নিরাপদে বাড়িতেও পৌঁছে দিয়েছেন। আমাদের বোনকে সাহায্য করার জন্য দিল্লি পুলিশকে ধন্যবাদ।’’

North East Delhi Sexual Harassment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy